ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন উল্টে নিরাপত্তা কর্মী নিহত

  • আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি পণ্যবোঝাই লরি। এতে একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে শামসুল হাই (৬০) নামের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহত শামসুল হাই চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে বসবাস করতেন।

রেলওয়ে সূত্র জানা গেছে, ভোর ৪টার দিকে নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা আইসিডির উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টা ২০ মিনিটে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রাক লরি দ্রুত রেললাইনে উঠে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়।

এসময় ইঞ্জিন ও রেকের একটি কনটেইনার বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের রেকটি সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় সেখানকার গেট খোলা ছিল। এতে দ্রুতগামী ট্রাক লরিটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।

এসি/আপ্র/২৮/১০/২০২৫

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন উল্টে নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি পণ্যবোঝাই লরি। এতে একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে শামসুল হাই (৬০) নামের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহত শামসুল হাই চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে বসবাস করতেন।

রেলওয়ে সূত্র জানা গেছে, ভোর ৪টার দিকে নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা আইসিডির উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টা ২০ মিনিটে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রাক লরি দ্রুত রেললাইনে উঠে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়।

এসময় ইঞ্জিন ও রেকের একটি কনটেইনার বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের রেকটি সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় সেখানকার গেট খোলা ছিল। এতে দ্রুতগামী ট্রাক লরিটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।

এসি/আপ্র/২৮/১০/২০২৫