ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে

  • আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে প্রবাসী একটি পরিবার।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় ডিবি পরিচয় দেওয়া ছিনতাইকারীরা তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়। বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল পরিবারটি। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় তারা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।
একটি সংবাদসংস্থা থেকে জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, উনাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করেছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।

কেউ আহত হয়েছেন কিনা, বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। পরিবারটির একজন সদস্য বলেছেন, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে

আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে প্রবাসী একটি পরিবার।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় ডিবি পরিচয় দেওয়া ছিনতাইকারীরা তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়। বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল পরিবারটি। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় তারা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।
একটি সংবাদসংস্থা থেকে জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, উনাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করেছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।

কেউ আহত হয়েছেন কিনা, বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। পরিবারটির একজন সদস্য বলেছেন, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।