ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

লন্ডনে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’

  • আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দেশের দুই রক স্টার জেমস ও হাসানকে নিয়ে লন্ডনে আয়োজিত হচ্ছে একটি বিশেষ কনসার্ট। যেখানে একসঙ্গে দুটো বিষয় যুক্ত রয়েছে। একটি বানভাসি মানুষ, অন্যটি নতুন বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর লন্ডন রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’! যদিও এটির মূল উদ্দেশ্য বানভাসি মানুষের জন্য তহবিল সংগ্রহ।
এদিকে এই কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে নিশ্চিত করেছেন জেমস ও হাসান। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস। ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এর আয়োজক আইওএন টিভি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। এদিকে জানা গেছে, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে জেমস ও হাসানের এটাই প্রথম কোনও বিদেশ সফর হতে যাচ্ছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লন্ডনে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’

আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দেশের দুই রক স্টার জেমস ও হাসানকে নিয়ে লন্ডনে আয়োজিত হচ্ছে একটি বিশেষ কনসার্ট। যেখানে একসঙ্গে দুটো বিষয় যুক্ত রয়েছে। একটি বানভাসি মানুষ, অন্যটি নতুন বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর লন্ডন রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’! যদিও এটির মূল উদ্দেশ্য বানভাসি মানুষের জন্য তহবিল সংগ্রহ।
এদিকে এই কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে নিশ্চিত করেছেন জেমস ও হাসান। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস। ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এর আয়োজক আইওএন টিভি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। এদিকে জানা গেছে, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে জেমস ও হাসানের এটাই প্রথম কোনও বিদেশ সফর হতে যাচ্ছে।