ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

লন্ডনে চলতে তারেক অর্থ কোথায় পান, প্রশ্ন হানিফের

  • আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে ‘আয়েসি’ জীবন-যাপনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, “কোনো ব্যবসা-বাণিজ্য ছাড়া, কোনো আয়-ইনকাম ছাড়া লন্ডনে বাড়ি, চার- পাঁচটা গাড়ি, আয়েসি জীবন-যাপন তারেক রহমান করেন কীভাবে? আয়ের উৎস কী?”
গতকাল বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে এই প্রশ্ন করেন তিনি। সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগের পাল্টায় ক্ষমতাসীন দলের নেতা হানিফ এই প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, “দুর্নীতির কথা বিএনপি নেতাদের মুখে মানায় না, কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে এক নম্বর হয়েছিল। হাওয়া ভবন বানিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। নিজেদের সীমাহীন দুর্নীতি আড়াল করতেই তারা সরকারের বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেন।”
“ক্ষমতায় থাকাকালে সীমাহীন দুর্নীতি করে আজকে কি এই (তারেক রহমানের) আয়েসি জীবন?” বলেন তিনি।
‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভায় হানিফ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি মসৃণ পথে আসে নাই। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দক্ষ, মেধাবী, বিচক্ষণ বলেই সম্ভব হয়েছে।

“অনেকই বলেন ১০ টাকার চালের কথা। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে ১০ টাকার চাল দেওয়া হচ্ছে।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন মনসুরের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী, রনক আহসান বক্তব্য রাখেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লন্ডনে চলতে তারেক অর্থ কোথায় পান, প্রশ্ন হানিফের

আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে ‘আয়েসি’ জীবন-যাপনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, “কোনো ব্যবসা-বাণিজ্য ছাড়া, কোনো আয়-ইনকাম ছাড়া লন্ডনে বাড়ি, চার- পাঁচটা গাড়ি, আয়েসি জীবন-যাপন তারেক রহমান করেন কীভাবে? আয়ের উৎস কী?”
গতকাল বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে এই প্রশ্ন করেন তিনি। সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগের পাল্টায় ক্ষমতাসীন দলের নেতা হানিফ এই প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, “দুর্নীতির কথা বিএনপি নেতাদের মুখে মানায় না, কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে এক নম্বর হয়েছিল। হাওয়া ভবন বানিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। নিজেদের সীমাহীন দুর্নীতি আড়াল করতেই তারা সরকারের বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেন।”
“ক্ষমতায় থাকাকালে সীমাহীন দুর্নীতি করে আজকে কি এই (তারেক রহমানের) আয়েসি জীবন?” বলেন তিনি।
‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভায় হানিফ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি মসৃণ পথে আসে নাই। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দক্ষ, মেধাবী, বিচক্ষণ বলেই সম্ভব হয়েছে।

“অনেকই বলেন ১০ টাকার চালের কথা। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে ১০ টাকার চাল দেওয়া হচ্ছে।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন মনসুরের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী, রনক আহসান বক্তব্য রাখেন।