ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে তারেক রহমান

  • আপডেট সময় : ০১:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ছবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রত্যাশা ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; স্বপরিবারে ফিরছেন তিনি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। তারেকের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরে স্বাগত জানানোর পর তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

দেশের পথে লন্ডনের বাসা ছেড়ে তারেক রহমান বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।

দেশে আসার পথে উড়োজাহাজের ভেতরে বাবা-মায়ের সঙ্গে জাইমা রহমানের সেলফি -ছবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশে ব্যাপক উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে বলেন, ‘৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’ এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় থাকবেন তারেক রহমান।

দেশে আসার পথে উড়োজাহাজের ভেতরে বাবা-মায়ের সঙ্গে জাইমা রহমানের সেলফি -ছবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

শুক্রবার (ডিসেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার।

সালাহউদ্দিন বলেন, ‘পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এ ছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। যথা সময়ে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানানো হবে।’

সানা/আপ্র/২৫/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে তারেক রহমান

আপডেট সময় : ০১:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; স্বপরিবারে ফিরছেন তিনি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। তারেকের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরে স্বাগত জানানোর পর তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

দেশের পথে লন্ডনের বাসা ছেড়ে তারেক রহমান বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।

দেশে আসার পথে উড়োজাহাজের ভেতরে বাবা-মায়ের সঙ্গে জাইমা রহমানের সেলফি -ছবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশে ব্যাপক উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে বলেন, ‘৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’ এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় থাকবেন তারেক রহমান।

দেশে আসার পথে উড়োজাহাজের ভেতরে বাবা-মায়ের সঙ্গে জাইমা রহমানের সেলফি -ছবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

শুক্রবার (ডিসেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার।

সালাহউদ্দিন বলেন, ‘পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এ ছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। যথা সময়ে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানানো হবে।’

সানা/আপ্র/২৫/১২/২০২৫