ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

লঞ্চে ১০ বছর ধরে বিভিন্ন কৌশলে চুরি করতো চক্রটি

  • আপডেট সময় : ০১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : লঞ্চে গেলো ১০ বছর ধরে নানান কৌশলে চুরি করে আসছিল একটি চক্র। অবশেষে চক্রটির অন্যতম মূলহোতা খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি ও স্বপন নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানান। তিনি বলেন, ‘খাইরুল ও তার সহযোগীরা যাত্রীবেশে প্রথমে লঞ্চে উঠতো। এরপর অন্য যাত্রীদের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ওষুধ মেশানো জুস খাইয়ে তাদের সর্বোচ্চ লুট করে নিতে এই চক্র। তাদের প্রধান টার্গেটই ছিল নারীদের ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেওয়া। এছাড়াও লঞ্চের কেবিন ও বিভিন্ন কক্ষের দরজার চাবি নকল করেও তারা চুরি করতো বলে জানান গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এমন লুট ও চুরি করে আসছিল খাইরুল ও তার সহযোগীরা।’ এই চক্রের সঙ্গে জড়িত আরও ছয় জনের তথ্য পেয়েছে নৌ পুলিশ। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লঞ্চে ১০ বছর ধরে বিভিন্ন কৌশলে চুরি করতো চক্রটি

আপডেট সময় : ০১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : লঞ্চে গেলো ১০ বছর ধরে নানান কৌশলে চুরি করে আসছিল একটি চক্র। অবশেষে চক্রটির অন্যতম মূলহোতা খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি ও স্বপন নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানান। তিনি বলেন, ‘খাইরুল ও তার সহযোগীরা যাত্রীবেশে প্রথমে লঞ্চে উঠতো। এরপর অন্য যাত্রীদের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ওষুধ মেশানো জুস খাইয়ে তাদের সর্বোচ্চ লুট করে নিতে এই চক্র। তাদের প্রধান টার্গেটই ছিল নারীদের ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেওয়া। এছাড়াও লঞ্চের কেবিন ও বিভিন্ন কক্ষের দরজার চাবি নকল করেও তারা চুরি করতো বলে জানান গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এমন লুট ও চুরি করে আসছিল খাইরুল ও তার সহযোগীরা।’ এই চক্রের সঙ্গে জড়িত আরও ছয় জনের তথ্য পেয়েছে নৌ পুলিশ। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।