ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

লঙ্কান লিগে মিঠুন-তাসকিনসহ পাঁচ বাংলাদেশি

  • আপডেট সময় : ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ের কারণে অনেক সমালোচনার শিকার হলেও, শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ঠিকই দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ মিঠুন। তিনিসহ আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার এবার খেলবেন এলপিএলে।
গতকাল মঙ্গলবার এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে বাংলাদেশ থেকে আরও দল পেয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানা। দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও। এর মধ্যে মিঠুন, অপু ও রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল-আমিন খেলবেন কলম্বো স্টার্সের হয়ে।
বিদেশি গোল্ড-বি ক্যাটাগরি থেকে তাসকিন এবং আল-আমিনকে দলে নিয়েছে কলম্বো। ওদিকে, মিঠুনকে বিদেশি গোল্ড-এ ক্যাটাগরি থেকে কিনেছে ক্যান্ডি। অপু এবং রানা ছিলেন বিদেশি গোল্ড-বি ক্যাটাগরিতে।
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠবে আগামী ৫ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবার পাঁচটি দলের বিদেশি আইকন ক্রিকেটারের ভূমিকায় আছেন ক্রিস গেইল, ফ্যাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, রভম্যান পাওয়েল ও ইমরান তাহির।
এদের মধ্যে গেইল কলম্বো স্টার্স, ডু প্লেসি জাফনা কিংস, হাফিজ গল গ্ল্যাডিয়েটর্স, পাওয়েল ক্যান্ডি ওয়ারিয়র্স এবং তাহির ডাম্বুলা জায়ান্টসে খেলবেন। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থিসারা পেরেরা জাফনা কিংস, ইসুরু উদানা গল গ্ল্যাডিয়েটর্স, দাসুন শানাকা ডাম্বুলা জায়ান্টস, দুশমন্থ চামিরা কলম্বো স্টার্স এবং চারিথ আসালাঙ্কা ক্যান্ডি ওয়ারিয়র্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লঙ্কান লিগে মিঠুন-তাসকিনসহ পাঁচ বাংলাদেশি

আপডেট সময় : ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ের কারণে অনেক সমালোচনার শিকার হলেও, শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ঠিকই দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ মিঠুন। তিনিসহ আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার এবার খেলবেন এলপিএলে।
গতকাল মঙ্গলবার এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে বাংলাদেশ থেকে আরও দল পেয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানা। দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও। এর মধ্যে মিঠুন, অপু ও রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল-আমিন খেলবেন কলম্বো স্টার্সের হয়ে।
বিদেশি গোল্ড-বি ক্যাটাগরি থেকে তাসকিন এবং আল-আমিনকে দলে নিয়েছে কলম্বো। ওদিকে, মিঠুনকে বিদেশি গোল্ড-এ ক্যাটাগরি থেকে কিনেছে ক্যান্ডি। অপু এবং রানা ছিলেন বিদেশি গোল্ড-বি ক্যাটাগরিতে।
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠবে আগামী ৫ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবার পাঁচটি দলের বিদেশি আইকন ক্রিকেটারের ভূমিকায় আছেন ক্রিস গেইল, ফ্যাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, রভম্যান পাওয়েল ও ইমরান তাহির।
এদের মধ্যে গেইল কলম্বো স্টার্স, ডু প্লেসি জাফনা কিংস, হাফিজ গল গ্ল্যাডিয়েটর্স, পাওয়েল ক্যান্ডি ওয়ারিয়র্স এবং তাহির ডাম্বুলা জায়ান্টসে খেলবেন। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থিসারা পেরেরা জাফনা কিংস, ইসুরু উদানা গল গ্ল্যাডিয়েটর্স, দাসুন শানাকা ডাম্বুলা জায়ান্টস, দুশমন্থ চামিরা কলম্বো স্টার্স এবং চারিথ আসালাঙ্কা ক্যান্ডি ওয়ারিয়র্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় রয়েছেন।