ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

লক্ষ্মীপুরে সৎমা-ভাইসহ ৩ জনকে গলাকেটে হত্যা

  • আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সৎমা, ছোট ভাই ও ভাগ্নিকে গলাকেটে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন। নিহতরা হলেন- ওই গ্রামের সেডু মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। এ ঘটনায় আটক মো. তারেক সেডু মিস্ত্রীর প্রথম সংসারের ছেলে। স্থানীয়দের বরাতে চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন, তারেক ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। “ঘটনার সময় প্রথমে তারেক সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে।” পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে তারেককে তাদের হাতে সোপর্দ করা হয়। ঘটনার সময় সেডু মিস্ত্রী বাড়ীতে ছিলেন না বলে জানা যায়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর সেনাসদস্যরা আটক যুবককে তাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে সৎমা-ভাইসহ ৩ জনকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সৎমা, ছোট ভাই ও ভাগ্নিকে গলাকেটে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন। নিহতরা হলেন- ওই গ্রামের সেডু মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। এ ঘটনায় আটক মো. তারেক সেডু মিস্ত্রীর প্রথম সংসারের ছেলে। স্থানীয়দের বরাতে চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন, তারেক ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। “ঘটনার সময় প্রথমে তারেক সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে।” পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে তারেককে তাদের হাতে সোপর্দ করা হয়। ঘটনার সময় সেডু মিস্ত্রী বাড়ীতে ছিলেন না বলে জানা যায়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর সেনাসদস্যরা আটক যুবককে তাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।