ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট সময় : ১২:১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম -ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রদলের এক কর্মীকে দায়ী করেছেন।

নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিপক্ষের লোকজনের হাতে তিনি খুন হয়েছেন বলে এলাকার লোকজন ও পুলিশের ধারণা।

এ ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার ছাত্রদলের স্থানীয় এক কর্মীকে দায়ী করেছেন। তিনি বলেন, আবুল কালামের সঙ্গে ছাত্রদল কর্মী কাউছার হোসেন ওরফে ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে কাউছারের লোকজন তাঁর স্বামী কালামকে খুন করেছে।

কয়েকজন এলাকাবাসী জানান, নিহত আবুল কালামের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র বেচাকেনায় জড়িত বলে অভিযোগ আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম সংবাদমাধ্যমকে বলেন, মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আবুল কালামকে। দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সানা/আপ্র/১৬/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রদলের এক কর্মীকে দায়ী করেছেন।

নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিপক্ষের লোকজনের হাতে তিনি খুন হয়েছেন বলে এলাকার লোকজন ও পুলিশের ধারণা।

এ ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার ছাত্রদলের স্থানীয় এক কর্মীকে দায়ী করেছেন। তিনি বলেন, আবুল কালামের সঙ্গে ছাত্রদল কর্মী কাউছার হোসেন ওরফে ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে কাউছারের লোকজন তাঁর স্বামী কালামকে খুন করেছে।

কয়েকজন এলাকাবাসী জানান, নিহত আবুল কালামের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র বেচাকেনায় জড়িত বলে অভিযোগ আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম সংবাদমাধ্যমকে বলেন, মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আবুল কালামকে। দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সানা/আপ্র/১৬/১১/২০২৫