প্রত্যাশা ডেস্ক : ইউপি নির্বাচনে কয়েক জেলায় সংঘর্ষে একজনের মৃত্যু এবং কয়েকজনের আহতের সংবাদ পাওয়া গেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
গতকাল রোববার বিকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। সন্ধ্যায় রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন চলছিল। রবিবার বিকালে নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন সজিব। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণার পর সজিবকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকাল ৩টার দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেনের আনারস প্রতীকের লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সজিব আহত হন। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ফয়সাল মাল বলেন, সজীব নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিল। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০ : বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংস ঘটনার মধ্য দিয়ে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ২২ ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈদ আনোয়ারসহ আহতদেরকে নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুর ও রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে ভোট চলাকালে দুপুরের দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়। কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় ভোটগ্রহণ চলে। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মমিনুর রহমান আপেল প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের মধ্যে দুপুর দেড়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুঁড়লে কমপক্ষে ১৫ জন আহত হয়। এছাড়া দুপুর ২টার দিকে নজরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল হক স্বপন ও প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রায় ১০ জন আহত হয়। একই সময়ে চিনিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান ও প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হন পুলিশের এএসআই সাঈদ আনোয়ার। দুপুরের পর বেলা আড়াইটার দিকে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সানজিদা সুলতানা নাসিমার সমর্থক রায়পুরা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন অপু প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিষয়টি সম্পর্কে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহেদ আহমেদ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
কুমিল্লায় প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাত, ভোটগ্রহণ বন্ধ : কুমিল্লার বরুড়ায় প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার বেলা ১১টার উপজেলার ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপর থেকে এই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তার বামহাত ও পুলিশ কর্মকর্তার কোমরে ছুরিকাঘাত করা হয়। এসময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পুলিশ কর্মকর্তা আবু হানিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক। বরুড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, হামলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও এক এসআই আহত হয়েছেন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হবে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা নিহত, নরসিংদীতে গুলিবিদ্ধ ১০
ট্যাগস :
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা নিহত
জনপ্রিয় সংবাদ