অর্থ-বাণিজ্য ডেস্ক : লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নে “শিখা বাইসাইকেল বিতরণ কর্মসূচী ২০২২” আয়োজন করা হয়। এই কর্মসূচীর আওতায় রাণীপুকুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে সর্বমোট ১০০ টি বাইসাইকেল বিতরণ করা হয়। লংকাবাংলা ফাইন্যান্সের মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ আল আহাদ, জেনারেল এন্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বিভাগের প্রধান মুহাম্মদ হাবিব হায়দার, এলবি ফাউন্ডেশনের প্রধান মো. জাহাংগীর হোসেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং ইউনিয়নের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বাইসাইকেল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।