ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

র‌্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবে সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে বাহিনীর নতুন মহাপরিচালক মনে করলেও ভিন্ন কথা এল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছ থেকে। তিনি বলেছেন, র‌্যাব সব সময়ই সংস্কার ও আধুনিকায়নের মধ্যেই আছে। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন শনিবার সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, এই বাহিনীতে সংস্কারের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
র‌্যাবের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে অভিযোগ বহু দিনের হলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর সংস্কারের বিষয়টি নতুন করে আসছে। র‌্যাবের উপর নিষেধাজ্ঞা যে অচিরেই উঠছে না, তা যুক্তরাষ্ট্রের তরফে নানাভাবেই বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি র‌্যাবে সংস্কারের কথা বলেন। র‌্যাবে সংস্কার ও জবাবদিহির ক্ষেত্রে সরকার কী করছে- এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদেরকে জানতে হবে, তারা অন্যায়টা কী করেছেন? আর সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আমরা সব সময় সংস্কার করছি। আমরা সবকিছুই আধুনিকায়ন করছি। যেটা প্রয়োজন সেটাই দেখছি।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখুন, র‌্যাব একটি এলিট ফোর্স, র‌্যাবের ‘কিছু স্পেশাল’ দায়িত্ব আমরা দিয়ে থাকি সময় সময়। র‌্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করে। “যদি ভুল কাজ করে থাকেন। আমাদের কাছে যে প্রতিবেদনটা আসছে- সেগুলো আমরা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত কোনো অন্তর্ভুক্তি থাকে, সেগুলো আমরা দেখছি।”
আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নানা সংস্থা থেকে র‌্যাবের প্রশিক্ষণ পাওয়ার কথাও বলেন। “র‌্যাব যখন তৈরি হয়, র‌্যাবকে প্রশিক্ষণও ইউএসএ থেকে দিয়েছে। কাজেই আমরা মনে করি, র‌্যাবের কেউ যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে, সেগুলো আমরা সব সময় দেখি।” শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পায় না দাবি করে আসাদুজ্জামান কামাল বলেন, “যারাই অন্যায় করছে, র‌্যাব কিংবা পুলিশ, যেই হোক, তারা শাস্তিযোগ্য অপরাধ করলে, তারা কিন্তু কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। কাউকে তো ছাড় দিচ্ছি না।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

র‌্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবে সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে বাহিনীর নতুন মহাপরিচালক মনে করলেও ভিন্ন কথা এল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছ থেকে। তিনি বলেছেন, র‌্যাব সব সময়ই সংস্কার ও আধুনিকায়নের মধ্যেই আছে। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন শনিবার সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, এই বাহিনীতে সংস্কারের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
র‌্যাবের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে অভিযোগ বহু দিনের হলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর সংস্কারের বিষয়টি নতুন করে আসছে। র‌্যাবের উপর নিষেধাজ্ঞা যে অচিরেই উঠছে না, তা যুক্তরাষ্ট্রের তরফে নানাভাবেই বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি র‌্যাবে সংস্কারের কথা বলেন। র‌্যাবে সংস্কার ও জবাবদিহির ক্ষেত্রে সরকার কী করছে- এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদেরকে জানতে হবে, তারা অন্যায়টা কী করেছেন? আর সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আমরা সব সময় সংস্কার করছি। আমরা সবকিছুই আধুনিকায়ন করছি। যেটা প্রয়োজন সেটাই দেখছি।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখুন, র‌্যাব একটি এলিট ফোর্স, র‌্যাবের ‘কিছু স্পেশাল’ দায়িত্ব আমরা দিয়ে থাকি সময় সময়। র‌্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করে। “যদি ভুল কাজ করে থাকেন। আমাদের কাছে যে প্রতিবেদনটা আসছে- সেগুলো আমরা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত কোনো অন্তর্ভুক্তি থাকে, সেগুলো আমরা দেখছি।”
আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নানা সংস্থা থেকে র‌্যাবের প্রশিক্ষণ পাওয়ার কথাও বলেন। “র‌্যাব যখন তৈরি হয়, র‌্যাবকে প্রশিক্ষণও ইউএসএ থেকে দিয়েছে। কাজেই আমরা মনে করি, র‌্যাবের কেউ যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে, সেগুলো আমরা সব সময় দেখি।” শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পায় না দাবি করে আসাদুজ্জামান কামাল বলেন, “যারাই অন্যায় করছে, র‌্যাব কিংবা পুলিশ, যেই হোক, তারা শাস্তিযোগ্য অপরাধ করলে, তারা কিন্তু কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। কাউকে তো ছাড় দিচ্ছি না।”