ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

র‌্যাব নিয়ে জাতিসংঘে পার্লামেন্ট সদস্যের চিঠি ব্যক্তিগত: ইইউ রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) বাদ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, তার সঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সঠিক তথ্যও আমার কাছে নেই। তবে ইইউর পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। এরসঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ২০২৩ সালে যে জাতীয় নির্বাচন হবে, সেদিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যথেষ্ট আগ্রহ রয়েছে। নির্বাচনকেন্দ্রিক প্রতিটি ঘটনায় আমরা পর্যবেক্ষণ করছি। রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কাজ করেছি, এখনও করছি। তবে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করছে, তা সত্যিই অকল্পনীয়। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ইইউ বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইইউর সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ সম্পর্কই বাণিজ্যিক। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশকিছু চুক্তিও রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ডিআরইউ নেতারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাব নিয়ে জাতিসংঘে পার্লামেন্ট সদস্যের চিঠি ব্যক্তিগত: ইইউ রাষ্ট্রদূত

আপডেট সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) বাদ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, তার সঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সঠিক তথ্যও আমার কাছে নেই। তবে ইইউর পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। এরসঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ২০২৩ সালে যে জাতীয় নির্বাচন হবে, সেদিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যথেষ্ট আগ্রহ রয়েছে। নির্বাচনকেন্দ্রিক প্রতিটি ঘটনায় আমরা পর্যবেক্ষণ করছি। রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কাজ করেছি, এখনও করছি। তবে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করছে, তা সত্যিই অকল্পনীয়। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ইইউ বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইইউর সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ সম্পর্কই বাণিজ্যিক। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশকিছু চুক্তিও রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ডিআরইউ নেতারা।