ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাহিদা, শারমিন ও রিতুর উন্নতি

  • আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার। নারী ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন শারমিন আক্তার ও রিতু মনি। নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। বোলারদের মধ্যে এখন ১০ নম্বরে আছেন নাহিদা, তার সেরা অবস্থান থেকে ৩ ধাপ দূরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন। ১৫ ধাপ উন্নতি করেছেন রিতু, অবস্থান ৭৩তম। গত মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদা। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে একটি করে শিকার ধরেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাহিদা। ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

রাবেয়া খান (২২তম) এক ধাপ ও ফাহিমা খাতুন (৪৬তম) দুই ধাপ উন্নতি করেছেন। সবশেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। স্কটল্যান্ডের বিপক্ষে ৭ চারে ৫৭ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ১০ চারে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে করতে পারেন ৪টি চারে ২৪ রান। ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশেও জায়গা করে নেন শারমিন। এবার র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হলো তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে দুই ধাপ নিচে নেমে যাওয়া নিগার সুলতানা (১৯তম স্থান)। ওই তিন ম্যাচে যথাক্রমে ১২, ১৫ ও ৪৮ রান করে বড় লাফ দিয়েছেন রিতু। ৬ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে মারুফা। মেয়েদের সেরা ওয়ানডে অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাহিদা, শারমিন ও রিতুর উন্নতি

আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার। নারী ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন শারমিন আক্তার ও রিতু মনি। নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। বোলারদের মধ্যে এখন ১০ নম্বরে আছেন নাহিদা, তার সেরা অবস্থান থেকে ৩ ধাপ দূরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন। ১৫ ধাপ উন্নতি করেছেন রিতু, অবস্থান ৭৩তম। গত মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদা। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে একটি করে শিকার ধরেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাহিদা। ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

রাবেয়া খান (২২তম) এক ধাপ ও ফাহিমা খাতুন (৪৬তম) দুই ধাপ উন্নতি করেছেন। সবশেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। স্কটল্যান্ডের বিপক্ষে ৭ চারে ৫৭ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ১০ চারে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে করতে পারেন ৪টি চারে ২৪ রান। ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশেও জায়গা করে নেন শারমিন। এবার র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হলো তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে দুই ধাপ নিচে নেমে যাওয়া নিগার সুলতানা (১৯তম স্থান)। ওই তিন ম্যাচে যথাক্রমে ১২, ১৫ ও ৪৮ রান করে বড় লাফ দিয়েছেন রিতু। ৬ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে মারুফা। মেয়েদের সেরা ওয়ানডে অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।