ক্রীড়া ডেস্ক : এএফসি এশিয়ান কাপের গ্রুপপর্বের খেলায় টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। আর তাতেই ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছেন জামাল ভূঁইয়ারা। এর মাধ্যমে র্যাঙ্কিংয়ে ১৯০’এর ঘরে আবারও প্রবেশ কল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। তবে ফিফা কর্তৃক এখনও হালনাগাদ না আসায় বাংলাদেশের অবস্থান ১৮৮তম অবস্থানেই দেখাচ্ছে। ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সবশেষ আপডেট এসেছিলো ৩১ মার্চ। সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৮৮তম। এএফসি এশিয়ান কাপে দুটি ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং হারিয়েছে বাংলাদেশ। তাতেই পিছিয়েছে র্যাঙ্কিংয়ে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৯৯.৯৯। এদিকে নতুন ফিফা র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। তবে অবনমন ঘটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। তারা আছে চারে। আগের মতো পাঁচে আছে ইতালি, আর্জেন্টিনা ছয়ে, এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে পর্তুগাল।