ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

রোহিত-কোহলির ভবিষ্যৎ প্রশ্নে গম্ভীর যা বললেন

  • আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের কথা ভুলে যেতে চাইবেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন তারা। বয়স হয়ে যাওয়ায় অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে দুই তারকার ওপর। চাইলে দলে থাকতে পারবেন তারা। অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। তাতে এক দশকে এবারই প্রথম বোর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। এই টেস্টে বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। বাজে ফর্মে নিজেই বিশ্রাম নিয়েছিলেন।

আরেক ব্যাটার কোহলিরও একই অবস্থা। সর্বশেষ টেস্টে করতে পেরেছেন ১৭ ও ৬ রান! স্বাভাবিকভাবেই পড়তি ফর্মে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। হেড কোচ গম্ভীর তাদের নিয়ে বলেছেন, ‘আসলে আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না। এটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে।’ ফর্ম না থাকলেও রোহিত, কোহলিদের মাঝে সেই ক্ষুধাটা দেখতে পেয়েছেন গম্ভীর। তার মতে, ‘আমি শুধু বলতে পারি তাদের মধ্যে সেই ক্ষুধাটা রয়েছে।

তাদের সেই আবেগটা রয়েছে। তারা মানসিকভাবে ভীষণ শক্তিশালী। আশা করছি, ভারতের ক্রিকেটকে সামনে আরও এগিয়ে নেওয়ার কাজটা তারা চালিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত ওরা যেটাই পরিকল্পনা করুক, সেটা ভারতের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করেই করবে।’ দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। পিঠের সমস্যায় ভুগছেন। শেষ ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়কের অনুপস্থিতি ঠিকই টের পাওয়া গেছে।

তবে সেটাকে অজুহাত হিসেবে মনে করছেন না গম্ভীর, ‘ভালো হতো যদি সে থাকতো। কিন্তু এটা মনে রাখতে হবে তার পরেও আমাদের হাতে ৫ বোলার ছিল। আর ভালো দল কখনই একজনের ওপর নির্ভর করে না। আমরা ফল বের করতে পারিনি, এটাই মূল কথা। তাই সিরিজ হেরেছি।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিত-কোহলির ভবিষ্যৎ প্রশ্নে গম্ভীর যা বললেন

আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের কথা ভুলে যেতে চাইবেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন তারা। বয়স হয়ে যাওয়ায় অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে দুই তারকার ওপর। চাইলে দলে থাকতে পারবেন তারা। অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। তাতে এক দশকে এবারই প্রথম বোর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। এই টেস্টে বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। বাজে ফর্মে নিজেই বিশ্রাম নিয়েছিলেন।

আরেক ব্যাটার কোহলিরও একই অবস্থা। সর্বশেষ টেস্টে করতে পেরেছেন ১৭ ও ৬ রান! স্বাভাবিকভাবেই পড়তি ফর্মে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। হেড কোচ গম্ভীর তাদের নিয়ে বলেছেন, ‘আসলে আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না। এটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে।’ ফর্ম না থাকলেও রোহিত, কোহলিদের মাঝে সেই ক্ষুধাটা দেখতে পেয়েছেন গম্ভীর। তার মতে, ‘আমি শুধু বলতে পারি তাদের মধ্যে সেই ক্ষুধাটা রয়েছে।

তাদের সেই আবেগটা রয়েছে। তারা মানসিকভাবে ভীষণ শক্তিশালী। আশা করছি, ভারতের ক্রিকেটকে সামনে আরও এগিয়ে নেওয়ার কাজটা তারা চালিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত ওরা যেটাই পরিকল্পনা করুক, সেটা ভারতের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করেই করবে।’ দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। পিঠের সমস্যায় ভুগছেন। শেষ ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়কের অনুপস্থিতি ঠিকই টের পাওয়া গেছে।

তবে সেটাকে অজুহাত হিসেবে মনে করছেন না গম্ভীর, ‘ভালো হতো যদি সে থাকতো। কিন্তু এটা মনে রাখতে হবে তার পরেও আমাদের হাতে ৫ বোলার ছিল। আর ভালো দল কখনই একজনের ওপর নির্ভর করে না। আমরা ফল বের করতে পারিনি, এটাই মূল কথা। তাই সিরিজ হেরেছি।’