ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

রোহিতের প্রতি কৃতজ্ঞতা কোহলির

  • আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ১০২০ দিনের অপেক্ষা শেষ হয়েছে বিরাট কোহলির। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। এতে গড়েছেন অনেক রেকর্ডও। এরপরই বিসিসিআই টিভি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎকারে বসিয়ে দিয়েছিল তাকে। সেখানেই মন খুলে কথা বলেছেন কোহলি। নিজের দীর্ঘ রান খরার পরও দল থেকে বাদ পড়েননি। অধিনায়ক রোহিত শর্মাও পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিলেন তাকে। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘এই সুপার ফোরের ম্যাচগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। কী ভুল হয়েছে, সেটা খতিয়ে দেখছি। আমার সঙ্গে এতদিন টিম ম্যানেজমেন্টের স্পষ্ট আলোচনা হয়েছে। যেভাবে আমাকে নিজের জায়গাটা তোমরা দিয়েছ, সেটা আমাকে মানসিক ভাবে স্বস্তি দিয়েছে। সে কারণেই আমি বিরতি থেকে ফেরার পর দলের জন্য কী করতে পারব, সেটা নিয়ে ভাবতে পেরেছি। ’ হেড কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে কোহলি বলেন, ‘রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলে আমার অনেকটা উপকার হয়েছে। মাঝের ওভারগুলোতে কী ভাবে রান বাড়াতে হবে, সেটা রাহুল ভাই আমাকে বলেছিলেন। ’ তিনি আরও বলেছেন, ‘নিজের সহজাত খেলায় ফিরে গিয়েই এই সাফল্য আমার। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বড় শট নয়। আমি এতদিন বড় শট মারতে গিয়ে ভুল করছিলাম। আসলে ছক্কা মারাটা আমার শক্তি নয়। দরকার পড়লে অবশ্যই বড় শট খেলতে হবে। কিন্তু এশিয়া কাপের আগে আমি ম্যানেজমেন্টকে বলেই দিয়েছিলাম আমি গ্যাপে খেলে বাউন্ডারি মারার চেষ্টা করব। সেটাই কাজে দিয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিতের প্রতি কৃতজ্ঞতা কোহলির

আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ১০২০ দিনের অপেক্ষা শেষ হয়েছে বিরাট কোহলির। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। এতে গড়েছেন অনেক রেকর্ডও। এরপরই বিসিসিআই টিভি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎকারে বসিয়ে দিয়েছিল তাকে। সেখানেই মন খুলে কথা বলেছেন কোহলি। নিজের দীর্ঘ রান খরার পরও দল থেকে বাদ পড়েননি। অধিনায়ক রোহিত শর্মাও পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিলেন তাকে। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘এই সুপার ফোরের ম্যাচগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। কী ভুল হয়েছে, সেটা খতিয়ে দেখছি। আমার সঙ্গে এতদিন টিম ম্যানেজমেন্টের স্পষ্ট আলোচনা হয়েছে। যেভাবে আমাকে নিজের জায়গাটা তোমরা দিয়েছ, সেটা আমাকে মানসিক ভাবে স্বস্তি দিয়েছে। সে কারণেই আমি বিরতি থেকে ফেরার পর দলের জন্য কী করতে পারব, সেটা নিয়ে ভাবতে পেরেছি। ’ হেড কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে কোহলি বলেন, ‘রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলে আমার অনেকটা উপকার হয়েছে। মাঝের ওভারগুলোতে কী ভাবে রান বাড়াতে হবে, সেটা রাহুল ভাই আমাকে বলেছিলেন। ’ তিনি আরও বলেছেন, ‘নিজের সহজাত খেলায় ফিরে গিয়েই এই সাফল্য আমার। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বড় শট নয়। আমি এতদিন বড় শট মারতে গিয়ে ভুল করছিলাম। আসলে ছক্কা মারাটা আমার শক্তি নয়। দরকার পড়লে অবশ্যই বড় শট খেলতে হবে। কিন্তু এশিয়া কাপের আগে আমি ম্যানেজমেন্টকে বলেই দিয়েছিলাম আমি গ্যাপে খেলে বাউন্ডারি মারার চেষ্টা করব। সেটাই কাজে দিয়েছে।’