ক্রীড়া ডেস্ক : ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কোনো চমক নেই। প্রত্যাশিতভাবে রোহিত শর্মাকে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের মতে, ‘সেরা ব্যক্তিকে’ অধিনায়ক নির্বাচিত করেছে বোর্ড।
১০ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ৮টি ও ১৫টি জয় পেয়েছেন রোহিত। এছাড়া তার অধীনে দুটি বহুজাতিক ইভেন্ট জিতেছে ভারত। ২০১৮ সালে নিদাহাস ত্রিদেশীয় সিরিজ ও একই বছর ওয়ানডে এশিয়া কাপ। বীরেন্দর শেবাগের পর কেবল তিনিই অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকান।
এছাড়া ৩৪ বছর বয়সী ওপেনারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দারুণ রেকর্ড আছে। দলকে পাঁচটি শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। তরুণ কারো ঘাড়ে নেতৃত্ব না দিয়ে রোহিতকে নির্বাচিত করায় প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদে চিন্তা না করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোহিতের অধিনায়কত্ব নিশ্চিত হওয়ার পর এই প্রসঙ্গে গাভাস্কার বললেন, ‘দীর্ঘমেয়াদের কথাটা আসত যদি পরের বিশ্বকাপ দুই বা তিন বছর পর হতো। পরের বিশ্বকাপ (টি-টোয়েন্টি) আর ১০-১২ মাস দূরে। দীর্ঘমেয়াদে ভাবার সময় নেই। কিন্তু ঠিক এখন, আপনাকে দেখতে হবে একটি আইসিসি ট্রফি জয়ের নেতৃত্ব দেওয়ার মতো সেরা ব্যক্তি কে? এবং সেই ব্যক্তি হচ্ছে রোহিত শর্মা, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তার রেকর্ড বলছে, তার বিকল্প নেই। তাই আমি মনে করি তাকেই অধিনায়কত্ব দেওয়া ঠিক আছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হয়তো অন্য অধিনায়কের খোঁজ করা যেতে পারে, কিন্তু এখন শুধুই রোহিত।’
রোহিতকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া ‘সঠিক সিদ্ধান্ত’: গাভাস্কার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ