ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

  • আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি : রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তিনি। নোয়েলিন হেজার প্রথমে আশ্রয় ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। তার সঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। পরিদর্শন শেষে বিকাল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার। আজ বুধবার সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

টেকনাফ প্রতিনিধি : রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তিনি। নোয়েলিন হেজার প্রথমে আশ্রয় ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। তার সঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। পরিদর্শন শেষে বিকাল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার। আজ বুধবার সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।