ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রোহিঙ্গাদের জন্য জেনেভায় তহবিল সংগ্রহ শুরু হচ্ছে আজ

  • আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার (২৯ মার্চ)। জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে। তিনি বলেন, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল। এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

রোহিঙ্গাদের জন্য জেনেভায় তহবিল সংগ্রহ শুরু হচ্ছে আজ

আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার (২৯ মার্চ)। জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে। তিনি বলেন, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল। এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।