বিনোদন ডেস্ক : তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর থেকেই নানা ইস্যু নিয়ে তারা একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় বিঁধেছেন। তবে মার্চে-এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে থেকে সপ্তাহ দুয়েক আগে পর্যন্ত তারা অনেকটা চুপই ছিলেন।
কিন্তু গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা করার পর থেকে আবারও শুরু হয়েছে রোশনের সঙ্গে তার তরজা। অভিনেত্রী অভিযোগ করেছেন, রোশন নাকি সঙ্গমে অক্ষম। এছাড়া তিনি মোটা, ওজন বেশি এসব বলেও নাকি কটাক্ষ করেছেন। তবে মুখ বন্ধ করে রাখেননি নায়িকার তৃতীয় স্বামী। তিনি এসব অভিযোগের কঠোর সমালোচনা করেছেন।
সংবাদমাধ্যমকে রোশন বলেছেন, ‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ আছে। সেখান থেকেই জানতে পেরেছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে এসব জানিয়েছেন, তারা আমার বিশ্বস্ত বন্ধু।’
পরোক্ষভাবে তাকে হেনস্তা করা হচ্ছে বলে রোশন বিস্মিত। তিনি বলেন, ‘আমাকে চোর অপবাদও দেওয়া হয়েছে। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার সাবেক বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’ রোশনের প্রশ্ন, ‘সাবেক প্রেমিকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে ফোন করে তাকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?’
রোশন চান, তার বিরুদ্ধে শ্রাবন্তীর কোনো অভিযোগ থাকলে, তা যেন তিনি আদালতে বলেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছেন না রোশন।
এদিকে, রোশনের এই মন্তব্যের পরই ইনস্টাগ্রামে নতুন বার্তা দিয়েছেন শ্রাবন্তী। মঙ্গলবার সন্ধ্যায় নায়িকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মেয়েটি এক সময় ক্ষমা করতে জানত। তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে, সে জানত না। কারণ সে তার ভালোবাসার মানুষের মধ্যে কেবল ভালোটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলো তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।’
এই পোস্টের নীচে লেখা, ‘অজ্ঞাতপরিচয় লেখক’। অর্থাৎ লেখাটি শ্রাবন্তী ধার করেছেন। লেখার নীচে আরও একটি বাক্য লেখা, ‘সাহসী নারী’। এই বার্তা থেকে এ কথা স্পষ্ট যে, শ্রাবন্তী নিজেকে সাহসী নারীদের দলে ফেলেছেন। একইসঙ্গে বোঝা যাচ্ছে, ক্ষমা করে দেওয়ায় বিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু যে আঘাত করেছে, তাকে আর ক্ষমা করতে চান না শ্রাবন্তী।
২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। কিন্তু কয়েক মাস পরই তারা আলাদা থাকতে শুরু করেন। শ্রাবন্তীর এক ভগ্নিপতির মাধ্যমে পেশায় জিম প্রশিক্ষক রোশনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এর আগে নায়িকা আরও দুটি বিয়ে করেন। প্রথম বিয়ে করেন ২০০৩ সালে চলচ্চিত্র পরিচালক রাজিব বিশ্বাসকে। সে সংসার ভাঙে ২০১১ সালে। প্রথম সংসারে নায়িকার ঝিনুক নামে একটি ছেলে সন্তান রয়েছে।
রাজিবের সঙ্গে সংসার ভাঙার চার বছর পর একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে গিয়ে মডেল কৃষেণ ব্রজের সঙ্গে সম্পর্ক হয় শ্রাবন্তীর। ২০১৭ সালে তারা বিয়ে করেন। কিন্তু এই সংসার টিকেছিল মাত্র তিন মাস। এর পরই তারা আলাদা হয়ে যান। তবে শ্রাবন্তী-কৃষেণের পাকাপাকি ডিভোর্স হয় ২০১৯ সালের জানুয়ারিতে। তখন ইতোমধ্যে রোশন তার জীবনে এসে গেছেন। কিন্তু তিনিও এখন শ্রাবন্তীর জীবনে অতীত।
গুঞ্জন রয়েছে, অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে নতুন প্রেমে মজেছেন আলোচিত এই টলিউড নায়িকা। যদিও এখনও তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করতে পারেননি পাপারাৎজিরা। তবে ইন্ডাস্ট্রিতে ফিসফাস, ইতোমধ্যে দুই দফায় একসঙ্গে ঘুরে এসেছেন শ্রাবন্তী ও অভিরূপ। প্রথমে গিয়েছিলেন এক পাহাড় ভ্রমণে, আর কিছুদিন আগে ঘুরে এসেছেন মালদ্বীপ। আগামীতে তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন রয়েছে।
রোশন মিলনে অক্ষম, শ্রাবন্তীর অভিযোগে বিতর্ক তুঙ্গে
ট্যাগস :
রোশন মিলনে অক্ষম
জনপ্রিয় সংবাদ