ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

রোমাঞ্চ উপহার দিয়েও অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

  • আপডেট সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তারা অজিদের মনে পরাজয়ের ভয় ধরিয়ে দিতে পেরেছিল। ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আগে ব্যাটিং করে লো স্কোরে গুটিয়ে যায় বাংলাদেশ।

৯ উইকেটে সংগ্রহ করে ৯১ রান। ৯২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও অজি ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে খাবি খেয়েছে। ম্যাচ যত এগিয়েছে, রোমাঞ্চ ছড়িয়েছে তত। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ম্যাচে তৃতীয় ওভারের শেষ বলে অজি ওপেনার ইনেস ম্যাকিওন রান আউটের ফাঁদে পড়েন। ৯ বলে ১৪ রান করেন ম্যাকিওন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার লাকি হ্যামিল্টন।

ওপেনার কেটি পেল ও হ্যামিল্টন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৪ রান। অষ্টম ওভারের শেষ বলে পেলকে ফিরিয়ে জুটি ভাঙেন জান্নাতুল মাওয়া। দুই ওপেনার ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। ৩৬ রানের ব্যবধানে অজিরা হারায় ৭ উইকেট। যদিও শেষ পর্যন্ত অজিরা ৪ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন হ্যামিল্টন। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকি। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

লাল-সবুজদের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা ইরা। অস্ট্রেলিয়ার টেগান উইলিয়ামসন, ইলিয়ানর লারোসা, কাওমি ব্রে পেয়েছেন দুটি করে উইকেট।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোমাঞ্চ উপহার দিয়েও অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

আপডেট সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তারা অজিদের মনে পরাজয়ের ভয় ধরিয়ে দিতে পেরেছিল। ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আগে ব্যাটিং করে লো স্কোরে গুটিয়ে যায় বাংলাদেশ।

৯ উইকেটে সংগ্রহ করে ৯১ রান। ৯২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও অজি ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে খাবি খেয়েছে। ম্যাচ যত এগিয়েছে, রোমাঞ্চ ছড়িয়েছে তত। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ম্যাচে তৃতীয় ওভারের শেষ বলে অজি ওপেনার ইনেস ম্যাকিওন রান আউটের ফাঁদে পড়েন। ৯ বলে ১৪ রান করেন ম্যাকিওন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার লাকি হ্যামিল্টন।

ওপেনার কেটি পেল ও হ্যামিল্টন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৪ রান। অষ্টম ওভারের শেষ বলে পেলকে ফিরিয়ে জুটি ভাঙেন জান্নাতুল মাওয়া। দুই ওপেনার ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। ৩৬ রানের ব্যবধানে অজিরা হারায় ৭ উইকেট। যদিও শেষ পর্যন্ত অজিরা ৪ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন হ্যামিল্টন। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকি। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

লাল-সবুজদের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা ইরা। অস্ট্রেলিয়ার টেগান উইলিয়ামসন, ইলিয়ানর লারোসা, কাওমি ব্রে পেয়েছেন দুটি করে উইকেট।