ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

রোমাঞ্চকর গল্প বললেন নতুন ‘সুপারম্যান’ ডেভিড

  • আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো সিনেমার ‘সুপারম্যান’ চরিত্রে এবার দেখা যাবে নতুন অভিনেতা ডেভিড কোরেনসওয়েট। ছবিটি মুক্তি পায় শুক্রবার (১১ জুলাই)। তবে সিনেমা মুক্তির আগেই সুপারহিরো সাজার সুযোগ পাওয়ার নিজের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড জানালেন, আমি কোনোদিন সুপারম্যান হতে চাইনি। কারণ আমার পক্ষে এটা কখনোই সম্ভব হবে বলে মনে করতাম না। তিনি বলেন, একদিন বাড়ির সিঁড়িতে উঠে বাল্ব বদলাচ্ছিলাম, ঠিক সেই সময়ই ফোন আসে আমার এজেন্টের। সে জানালো- ‘ডেভিড, তুমি নিশ্চয়ই জানো কী নিয়ে ফোন করছি’। আমি বললাম, ‘না, জানি না তো। কী ব্যাপার? কোনও ছবির জন্য? টপ গান-৩ নাকি?’ জবাবে শুনলাম, না! সুপারম্যান ছবির অডিশন আছে। তাই নিজের টেপ পাঠাও আর ব্যাপারটা সিরিয়াস। কোনো গড়বড় করবে না।

ডেভিড জানান, সুপারম্যানের বিখ্যাত লুইস লেনের সাক্ষাৎকারের দৃশ্যটিই ছিল তার অডিশনের দৃশ্য। পরবর্তী স্ক্রিন টেস্টে তাকে সুপারম্যানের স্যুট পরই অভিনয় করতে হয়। যেভাবে ক্রিস্টোফারের রিভের সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন হেনরি কেভিল, ঠিক সেভাবেই আমিও হেনরির পরা সেই সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলাম। তবে মানতেই হবে সেই মুহূর্তটা ছিল আইকনিক। তিনি জানান, আগের সব সুপারম্যান সিনেমা তিনি দেখেছেন। ক্রিস্টোফার রিভ, ব্র্যান্ডন রাউথ থেকে হেনরি কেভিল পর্যন্ত। আর যখন শেষমেশ তাকেই এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয় তা জানাতে পরিচালক জেমস গান নিজেই ফোন করেছিলেন।

নতুন এই ‘সুপারম্যান’ অভিনেতার কথায়- উনি একটা অচেনা নম্বর থেকে আমাকে ফোন করছিলেন। আমি তো প্রথমে বলেই ফেলেছিলাম- নিজেকে প্রমাণ করো তুমি সত্যিই জেমস গান! এরপর তিনি বললেন, ‘তুমি সুপারম্যান চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছ… এখন ভালো একজন ট্রেনার নিও, শক্তপোক্ত চেহারা বানাও। বিশেষ করে কাঁধের মাংসপেশি তৈরি কর।’ শুনে তো বেশ মজা লেগেছিল আমার।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রোমাঞ্চকর গল্প বললেন নতুন ‘সুপারম্যান’ ডেভিড

আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো সিনেমার ‘সুপারম্যান’ চরিত্রে এবার দেখা যাবে নতুন অভিনেতা ডেভিড কোরেনসওয়েট। ছবিটি মুক্তি পায় শুক্রবার (১১ জুলাই)। তবে সিনেমা মুক্তির আগেই সুপারহিরো সাজার সুযোগ পাওয়ার নিজের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড জানালেন, আমি কোনোদিন সুপারম্যান হতে চাইনি। কারণ আমার পক্ষে এটা কখনোই সম্ভব হবে বলে মনে করতাম না। তিনি বলেন, একদিন বাড়ির সিঁড়িতে উঠে বাল্ব বদলাচ্ছিলাম, ঠিক সেই সময়ই ফোন আসে আমার এজেন্টের। সে জানালো- ‘ডেভিড, তুমি নিশ্চয়ই জানো কী নিয়ে ফোন করছি’। আমি বললাম, ‘না, জানি না তো। কী ব্যাপার? কোনও ছবির জন্য? টপ গান-৩ নাকি?’ জবাবে শুনলাম, না! সুপারম্যান ছবির অডিশন আছে। তাই নিজের টেপ পাঠাও আর ব্যাপারটা সিরিয়াস। কোনো গড়বড় করবে না।

ডেভিড জানান, সুপারম্যানের বিখ্যাত লুইস লেনের সাক্ষাৎকারের দৃশ্যটিই ছিল তার অডিশনের দৃশ্য। পরবর্তী স্ক্রিন টেস্টে তাকে সুপারম্যানের স্যুট পরই অভিনয় করতে হয়। যেভাবে ক্রিস্টোফারের রিভের সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন হেনরি কেভিল, ঠিক সেভাবেই আমিও হেনরির পরা সেই সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলাম। তবে মানতেই হবে সেই মুহূর্তটা ছিল আইকনিক। তিনি জানান, আগের সব সুপারম্যান সিনেমা তিনি দেখেছেন। ক্রিস্টোফার রিভ, ব্র্যান্ডন রাউথ থেকে হেনরি কেভিল পর্যন্ত। আর যখন শেষমেশ তাকেই এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয় তা জানাতে পরিচালক জেমস গান নিজেই ফোন করেছিলেন।

নতুন এই ‘সুপারম্যান’ অভিনেতার কথায়- উনি একটা অচেনা নম্বর থেকে আমাকে ফোন করছিলেন। আমি তো প্রথমে বলেই ফেলেছিলাম- নিজেকে প্রমাণ করো তুমি সত্যিই জেমস গান! এরপর তিনি বললেন, ‘তুমি সুপারম্যান চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছ… এখন ভালো একজন ট্রেনার নিও, শক্তপোক্ত চেহারা বানাও। বিশেষ করে কাঁধের মাংসপেশি তৈরি কর।’ শুনে তো বেশ মজা লেগেছিল আমার।

আজকের প্রত্যাশা/কেএমএএ