ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

রোনালদোর সংস্পর্শে মুগ্ধ আন্তোনি

  • আপডেট সময় : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মাত্রই মাসখানেক হলো ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছেন আন্তোনি। এর মধ্যে আবার আন্তর্জাতিক বিরতিও ছিল। ইউনাইটেডে এখনও তার গায়ে নবীনের গন্ধ। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এই কদিন কাটিয়েই ভালো লাগার শেষ নেই তার। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মনে হচ্ছে, রোনালদোকে যেন অনেক দিন ধরেই চেনেন তিনি! এবার গ্রীষ্মের দলবদলের একদম শেষ পর্যায়ে আয়াক্স আমস্টারডাম থেকে আন্তোনিকে নিয়ে আসে ইউনাইটেড। নতুন ক্লাবের হয়ে অভিষেক রাঙান গোল করে। অবদান রাখেন আর্সেনালের বিপক্ষে দলের দারুণ জয়ে। ক্লাবে যোগ দেওয়ার কদিন পরই তিনি রোনালদোকে নিয়ে তার রোমাঞ্চের কথা বলেছিলেন। ২২ বছর বয়সী উইঙ্গার এবার ইএসপিএন ব্রাজিলকে বললেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে তার রসায়নও বেশ জমে গেছে। “আমি দারুণ খুশি (রোনালদোর সংস্পর্শ পেয়ে) এবং তাকে সেটা বলেছিও। আমরা সবসময়ই কথা বলি, আমি তখন এটা তাকে বারবার বলি। তিনিও আমাকে সবসময় স্বচ্ছন্দে রাখেন এবং স্বস্তির একটা আবহ রাখেন। আমার মনে হয়, তাকে যেন অনেক দিন ধরে চিনি। এটাও তাকে বলেছি আমি।”
দূর আকাশের তারকাকে নাগালে পেয়ে গেলে যেমন বিস্ময় ও উচ্ছ্বাসটা হয় বাঁধনহারা, আন্তোনির বাস্তবতাও অনেকটা সেরকমই। ছেলেবেলার স্বপ্নের তারকার সঙ্গে তার সময়টা কাটছে স্বপ্নের মতোই। “তার ভ্রমণটা অসাধারণ। তরুণদের জন্য উদাহরণ মেলে ধরার অনেক রসদ তার আছে। আমার ভাবনায় প্রায়ই উঁকি দেয়, আমরা ভিডিওগেমসে তাকে নিয়ে খেলেছি, টিভির পর্দায় দেখেছিৃ এখন আমি তার পাশে, তার সঙ্গে সময় কাটাচ্ছি। আমার জন্য এটা অনেক বড় পুরস্কার।” “আমার বয়স এখনও কম। স্রেফ ২২ বছর। সময়টা এখন শেখার এবং তার কাছ থেকে অনেক শিখছি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

রোনালদোর সংস্পর্শে মুগ্ধ আন্তোনি

আপডেট সময় : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : মাত্রই মাসখানেক হলো ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছেন আন্তোনি। এর মধ্যে আবার আন্তর্জাতিক বিরতিও ছিল। ইউনাইটেডে এখনও তার গায়ে নবীনের গন্ধ। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এই কদিন কাটিয়েই ভালো লাগার শেষ নেই তার। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মনে হচ্ছে, রোনালদোকে যেন অনেক দিন ধরেই চেনেন তিনি! এবার গ্রীষ্মের দলবদলের একদম শেষ পর্যায়ে আয়াক্স আমস্টারডাম থেকে আন্তোনিকে নিয়ে আসে ইউনাইটেড। নতুন ক্লাবের হয়ে অভিষেক রাঙান গোল করে। অবদান রাখেন আর্সেনালের বিপক্ষে দলের দারুণ জয়ে। ক্লাবে যোগ দেওয়ার কদিন পরই তিনি রোনালদোকে নিয়ে তার রোমাঞ্চের কথা বলেছিলেন। ২২ বছর বয়সী উইঙ্গার এবার ইএসপিএন ব্রাজিলকে বললেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে তার রসায়নও বেশ জমে গেছে। “আমি দারুণ খুশি (রোনালদোর সংস্পর্শ পেয়ে) এবং তাকে সেটা বলেছিও। আমরা সবসময়ই কথা বলি, আমি তখন এটা তাকে বারবার বলি। তিনিও আমাকে সবসময় স্বচ্ছন্দে রাখেন এবং স্বস্তির একটা আবহ রাখেন। আমার মনে হয়, তাকে যেন অনেক দিন ধরে চিনি। এটাও তাকে বলেছি আমি।”
দূর আকাশের তারকাকে নাগালে পেয়ে গেলে যেমন বিস্ময় ও উচ্ছ্বাসটা হয় বাঁধনহারা, আন্তোনির বাস্তবতাও অনেকটা সেরকমই। ছেলেবেলার স্বপ্নের তারকার সঙ্গে তার সময়টা কাটছে স্বপ্নের মতোই। “তার ভ্রমণটা অসাধারণ। তরুণদের জন্য উদাহরণ মেলে ধরার অনেক রসদ তার আছে। আমার ভাবনায় প্রায়ই উঁকি দেয়, আমরা ভিডিওগেমসে তাকে নিয়ে খেলেছি, টিভির পর্দায় দেখেছিৃ এখন আমি তার পাশে, তার সঙ্গে সময় কাটাচ্ছি। আমার জন্য এটা অনেক বড় পুরস্কার।” “আমার বয়স এখনও কম। স্রেফ ২২ বছর। সময়টা এখন শেখার এবং তার কাছ থেকে অনেক শিখছি।”