ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা

  • আপডেট সময় : ০২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এবার রোজার মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলছে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসেও নতুন সূচি শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। “রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।” তবে ব্যাংক, বীমা, হাসপাতাল ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা

আপডেট সময় : ০২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : এবার রোজার মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলছে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসেও নতুন সূচি শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। “রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।” তবে ব্যাংক, বীমা, হাসপাতাল ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়।