চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার পাঁচ জনই দালাল চক্রের সদস্য। তারা চমেক হাসপাতাল থেকে রোগী বাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার কাজ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক। গ্রেফতাররা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন চৌমুহনী এলাকার আব্দুল রশিদের ছেলে আবু কালাম (৩২), রাউজান উপজেলার নোয়াপাড়া পূর্ব চৌধুরী হাট এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৫), বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার আবু তাহেরের ছেলে গোলাম কিবরিয়া (২৪), রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (৩৯) ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৩১)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের বহির্বিভাগ ও মেডিসিন বিভাগের সামনে থেকে পাঁচ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আটক পাঁচ দালাল রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগী বাগানোর সঙ্গে জড়িত। এমনকি তারা পরীক্ষা-নিরীক্ষা পছন্দের ল্যাবে করানোর জন্য রোগী বাগিয়ে নেয়। অথচ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা কম খরচে চমেক হাসপাতালে করার সুযোগ আছে।’
জনপ্রিয় সংবাদ