ক্রীড়া ডেস্ক: প্রায় এক বছর ধরে কোচিংয়ের বাইরে আছেন ইয়ুর্গেন ক্লপ। তার রেয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে চলছে গুঞ্জন। তবে সেসব উড়িয়ে এই জার্মান কোচের এজেন্ট মার্ক কোসিকে বললেন, খুব শিগগিরই কোচিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই ক্লপের। গত মৌসুম শেষে লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়েন ক্লপ। তারপর থেকে আর কোনো ক্লাবের দায়িত্ব তিনি নেননি। গত অক্টোবরে তিনি রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্ব নেন। সেই কাজ শুরু করেন জানুয়ারিতে। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এর প্রতিবেদনে বলা হয়, রেড বুলে ক্লপ ‘খুশি নন’ এবং রেয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফেরার জন্য তিনি ‘উন্মুক্ত।’
মাসে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ওপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের নজর অনেক আগে থেকে। গত বুধবার আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে রেয়ালের বিদায়ের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে ক্লপের কোচিংয়ে ফেরার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে কদিনে। তবে শুক্রবার স্কাই জার্মানির সঙ্গে আলাপে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপের এজেন্ট। “আমি বুঝতে পারছি যে, ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশন থেকে ক্লপের বিষয়ে ক্রমাগত অনুসন্ধান চলছে। তবে আগামী মৌসুমে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এমনকি রেয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়।” “রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় ইয়ুর্গেন খুশি এবং সেখানে তার চুক্তি আছে, তাই আর কিছু বলার নেই।”