ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রেহানাপুত্র ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

  • আপডেট সময় : ০৯:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। মামলার বিবরণ অনুযায়ী, ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো দখলে রেখেছেন। এর মধ্যে ৩৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে ঢাকার নিকেতন এলাকায় চাচা তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে দানসূত্রে পাওয়া তার ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। এজাহারে বলা হয়েছে, কোনো ব্যবসা-বাণিজ্য না থাকার পরও ববি তিনটি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৫৭৮ টাকা জমা করেন, যার মধ্যে ৫ কোটি ৭ হাজার ৯৭১ টাকা উত্তোলন করেন। এই লেনদেন তার বৈধ আয়ের তুলনায় অস্বাভাবিক ও সন্দেহজনক বলে এজাহারে বলা হয়েছে। এর আগে অনিয়মের মাধ্যমে ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে ববিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি। পটপরিবর্তনের পর তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনাসহ পরিবারের সবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

রেহানাপুত্র ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

আপডেট সময় : ০৯:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। মামলার বিবরণ অনুযায়ী, ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো দখলে রেখেছেন। এর মধ্যে ৩৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে ঢাকার নিকেতন এলাকায় চাচা তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে দানসূত্রে পাওয়া তার ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। এজাহারে বলা হয়েছে, কোনো ব্যবসা-বাণিজ্য না থাকার পরও ববি তিনটি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৫৭৮ টাকা জমা করেন, যার মধ্যে ৫ কোটি ৭ হাজার ৯৭১ টাকা উত্তোলন করেন। এই লেনদেন তার বৈধ আয়ের তুলনায় অস্বাভাবিক ও সন্দেহজনক বলে এজাহারে বলা হয়েছে। এর আগে অনিয়মের মাধ্যমে ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে ববিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি। পটপরিবর্তনের পর তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনাসহ পরিবারের সবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।