নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি জামায়াত ও তাদের দোসররা রেলে আগুন দিয়ে ৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩০৪ টাকার ক্ষতি করেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। নুর উদ্দিন চৌধুরী নয়ন তার প্রশ্নে জানতে চান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে রেলে আগুন দিয়েছে। এতে সরকারের কী পরিমাণ ক্ষতি হয়েছে? জবাবে রেলমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে রেলে আগুন দিয়েছে। এতে প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ৯.২৮,৫৬,৩০৪/- (নয় কোটি আটাশ লাখ ছাপান্ন হাজার তিনশত চার) টাকা।
‘রেলের ৯ কোটি ২৮ লাখ টাকার ক্ষতি করেছে বিএনপি-জামায়াত’ :রেলমন্ত্রী
জনপ্রিয় সংবাদ