প্রত্যাশা ডেস্ক : একে তো সরকারি চাকরি, তার ওপর রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। যেখানে চাকরি পেতে দিনরাত পরিশ্রম করতে হয়, সেখানে চাকরি পেলো ১০ মাস বয়সী শিশু।
প্রতিবেশী দেশ ভারতের ছত্তিশগড়ের এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কারণ নিছক লোক দেখাতে নয়, বরং সকল নিয়ম মেনেই শিশুকে চাকরিতে নিয়োগ করেছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তারা? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে একটু পেছনের সময়ে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ মাস বয়সী এই শিশু কন্যার বাবার নাম রাজেন্দ্র কুমার। ভিলাইয়ের রেল ইয়ার্ডে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি। গত জুনে এক সড়ক দুর্ঘটনায় রাজেন্দ্র এবং তার স্ত্রী মারা যান। তারপর থেকে আত্মীয়দের কাছেই রয়েছে এই শিশু। ইতোমধ্যেই রেলের রায়পুর ডিভিশনের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তার বর্তমান অভিভাবকরা। এমন সময় তাকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। জানা গেছে, সরকারিভাবে বিষয়টি নথিভূক্ত করার জন্য শিশুটির আঙুলের ছাপ নেওয়া হয়েছে। ছাপ নেওয়ার সময় অবুঝ শিশুটি কান্না জুড়ে দেয়। তার কান্না দেখে উপস্থিত সরকারি কর্মকর্তাদেরও চোখ ভিজে যায়। নিয়ম অনুযায়ী, আঠারো বছর বয়স হলে সরকারি চাকরিতে যোগ দিতে পারবে এই শিশু।
রেলওয়েতে চাকরি পেলো ১০ মাসের শিশু!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























