ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

রেড জোনে আবার অভিযান

  • আপডেট সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক গুরুত্বপূর্ণ বিবেচনায় রেড জোন ঘোষিত গুলিস্তানের সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মুনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারা ফুটপাত ও সড়কে অস্থায়ীভাবে বসা কয়েকশ কাপড় ও ফলের দোকান সরিয়ে দেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, সচিবালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান ও ঢাকার নির্গমন ও বহির্গমণের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় মেয়র হানিফ উড়াল সেতু থেকে সচিবালয় ও গুলিস্তান চত্বর এলাকাকে রেড জোন বা হকারমুক্ত এলাকা ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ এলাকায় নগর কর্তৃপক্ষ সর্বশেষ ১৩ সেপ্টেম্বর উচ্ছেদ পরিচালনা করে। ওই দিন শতাধিক দোকান উচ্ছেদ ও প্রায় অর্ধশত ব্যক্তিকে জরিমানা করা হয়। কিন্তু পরের দিন আবার এলাকাটি হকারদের দখলে চলে যায়।
মঙ্গলবার সকালে গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় ঘুরে দেখা যায় আবারও চৌকি পেতে মালপত্র নিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে বসেছেন হকাররা। জিজ্ঞেস করা হলে, নামে প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, সিটি করপোরেশন হকারদের নামে মার্কেট করলেও হকাররা কোনও মার্কেটে দোকান পায়নি। দোকান চলে যায় বড় রাজনৈতিক লোকের হাতে। না পেয়ে আমরা ফুটপাতে এসেছি। যতদিন না পাবো ততদিনই বসবো। তিনি আরও বলেন, প্রশাসন বার বার অভিযান করে নিজেরাও হয়রান হচ্ছেন, আমাদেরও হয়রান করছেন। কিন্তু লাভ হবে না। আমরা কই যাবো?

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রেড জোনে আবার অভিযান

আপডেট সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক গুরুত্বপূর্ণ বিবেচনায় রেড জোন ঘোষিত গুলিস্তানের সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মুনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারা ফুটপাত ও সড়কে অস্থায়ীভাবে বসা কয়েকশ কাপড় ও ফলের দোকান সরিয়ে দেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, সচিবালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান ও ঢাকার নির্গমন ও বহির্গমণের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় মেয়র হানিফ উড়াল সেতু থেকে সচিবালয় ও গুলিস্তান চত্বর এলাকাকে রেড জোন বা হকারমুক্ত এলাকা ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ এলাকায় নগর কর্তৃপক্ষ সর্বশেষ ১৩ সেপ্টেম্বর উচ্ছেদ পরিচালনা করে। ওই দিন শতাধিক দোকান উচ্ছেদ ও প্রায় অর্ধশত ব্যক্তিকে জরিমানা করা হয়। কিন্তু পরের দিন আবার এলাকাটি হকারদের দখলে চলে যায়।
মঙ্গলবার সকালে গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় ঘুরে দেখা যায় আবারও চৌকি পেতে মালপত্র নিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে বসেছেন হকাররা। জিজ্ঞেস করা হলে, নামে প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, সিটি করপোরেশন হকারদের নামে মার্কেট করলেও হকাররা কোনও মার্কেটে দোকান পায়নি। দোকান চলে যায় বড় রাজনৈতিক লোকের হাতে। না পেয়ে আমরা ফুটপাতে এসেছি। যতদিন না পাবো ততদিনই বসবো। তিনি আরও বলেন, প্রশাসন বার বার অভিযান করে নিজেরাও হয়রান হচ্ছেন, আমাদেরও হয়রান করছেন। কিন্তু লাভ হবে না। আমরা কই যাবো?