ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রেজিস্ট্রারের অফিস তালাবদ্ধ করায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

  • আপডেট সময় : ০৬:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যালয় তালাবদ্ধ করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন।
এর আগে একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুতুল দাহ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।

পরে রেজিস্ট্রারের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জিডির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলেও এমন যৌক্তিক আন্দোলন হামলা-মামলা দিয়ে দমন করা হতো। এখনো আমরা দেখছি আমাদের উপাচার্য আন্দোলন দমন করতে ফ্যাসিবাদের ন্যায় মামালা দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করতে চাচ্ছেন। এসব করে উপাচার্য ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম করতে চান, যা এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে করতে দেওয়া হবে না।

এসব করে আমাদের যৌক্তিক আন্দোলন থামানো যাবে না।’ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রেজিস্ট্রারের কক্ষ তালাবদ্ধ করে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমার পক্ষ থেকে জিডি করা হয়েছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রেজিস্ট্রারের অফিস তালাবদ্ধ করায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ০৬:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যালয় তালাবদ্ধ করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন।
এর আগে একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুতুল দাহ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।

পরে রেজিস্ট্রারের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জিডির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলেও এমন যৌক্তিক আন্দোলন হামলা-মামলা দিয়ে দমন করা হতো। এখনো আমরা দেখছি আমাদের উপাচার্য আন্দোলন দমন করতে ফ্যাসিবাদের ন্যায় মামালা দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করতে চাচ্ছেন। এসব করে উপাচার্য ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম করতে চান, যা এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে করতে দেওয়া হবে না।

এসব করে আমাদের যৌক্তিক আন্দোলন থামানো যাবে না।’ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রেজিস্ট্রারের কক্ষ তালাবদ্ধ করে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমার পক্ষ থেকে জিডি করা হয়েছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।