নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। গতকাল সোমবার (১০ জুলাই) বিকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের সঙ্গে আলোচনা করেন দলের সিনিয়র নেতারা। রেজা কিবরিয়া বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। এছাড়া আজ মঙ্গলবার (১১ জুলাই) নুরুল হক নুরের অনুসারী অংশের সঙ্গে কথা বলবে বিএনপি।
গতকাল সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এদিন বিকালে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তিনি নিউ ইয়র্কে থাকায় সংলাপে কর্নেল অব. মশিউজ্জামান ও মো. ফারুক হাসান নেতৃত্ব দেবেন। এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জানান, তাদের অংশের সঙ্গে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ দলের কাউন্সিল থাকায় হচ্ছে না।
রেজা কিবরিয়া ও নুরপন্থিদের সঙ্গে আলাদাভাবে বসবে বিএনপি
জনপ্রিয় সংবাদ





















