ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড মাত্রার বায়ুদূষণে লাহোরে শিশুদের স্কুল বন্ধ

  • আপডেট সময় : ০৬:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রেকর্ড মাত্রার বায়ুদূষণের কারণে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববার (৩ নভেম্বর) পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা এবং বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যমতে, রোববার লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ছিল। প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে জানান, শহরে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিভাবকদের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে। গাড়ির দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী আওরঙ্গজেব। এছাড়া, দূষণ নিয়ন্ত্রণে শহরের রাস্তায় চলাচলকারী তিন চাকার রিকশা বন্ধ এবং নির্দিষ্ট কিছু এলাকায় নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। কোনও কারখানা ও নির্মাণাধীন স্থাপনা এই নিয়ম লঙ্ঘন করলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন। মরিয়ম আওরঙ্গজেব জানান, পরিস্থিতি নজিরবিহীন এবং এর কারণ হিসেবে ভারতের দিক থেকে আসা বাতাসে বহনকৃত দূষণকে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রাদেশিক সরকার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে বলে তিনি জানান। লাহোরে শীতকালে তাপমাত্রার উল্টা প্রবণতার কারণে ধোঁয়াশার মাত্রা আরও বৃদ্ধি পায়, যা দূষণকে মাটির কাছাকাছি আটকে রাখে। দিল্লির মতো লাহোরের এই দূষণ সংকটও শীতকালে নিয়মিত ব্যাপক আকার ধারণ করে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রেকর্ড মাত্রার বায়ুদূষণে লাহোরে শিশুদের স্কুল বন্ধ

আপডেট সময় : ০৬:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রেকর্ড মাত্রার বায়ুদূষণের কারণে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববার (৩ নভেম্বর) পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা এবং বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যমতে, রোববার লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ছিল। প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে জানান, শহরে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিভাবকদের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে। গাড়ির দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী আওরঙ্গজেব। এছাড়া, দূষণ নিয়ন্ত্রণে শহরের রাস্তায় চলাচলকারী তিন চাকার রিকশা বন্ধ এবং নির্দিষ্ট কিছু এলাকায় নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। কোনও কারখানা ও নির্মাণাধীন স্থাপনা এই নিয়ম লঙ্ঘন করলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন। মরিয়ম আওরঙ্গজেব জানান, পরিস্থিতি নজিরবিহীন এবং এর কারণ হিসেবে ভারতের দিক থেকে আসা বাতাসে বহনকৃত দূষণকে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রাদেশিক সরকার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে বলে তিনি জানান। লাহোরে শীতকালে তাপমাত্রার উল্টা প্রবণতার কারণে ধোঁয়াশার মাত্রা আরও বৃদ্ধি পায়, যা দূষণকে মাটির কাছাকাছি আটকে রাখে। দিল্লির মতো লাহোরের এই দূষণ সংকটও শীতকালে নিয়মিত ব্যাপক আকার ধারণ করে।