ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

রেকর্ড ভেঙা সূর্যবংশীকে দেখতে দুই মেয়ের কাণ্ড

  • আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বয়স মাত্র ১৪। এরই মধ্যে তারকা হয়ে উঠেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

ভারত অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরেও অনেক রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। অসাধারণ পারফর্ম করে আলোচনায় আসা কাউকে নিয়ে ভক্তরা পাগলামি করবে- এটাই তো স্বাভাবিক। সূর্যবংশীকে ঘিরেও ‘পাগলামি’র ঘটনা ঘটেছে সম্প্রতি। শুধু সূর্যবংশীর সঙ্গে দেখা করবেন বলে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গেছেন দুই মেয়ে সমর্থক।

সূর্যবংশী তখন ছিলেন ইংল্যান্ডের উস্টারে। গত সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডের আগে এই ঘটনা ঘটেছে। সূর্যবংশীর সঙ্গে দেখা করার জন্য দুই মেয়ে অনিয়া ও রিভা দীর্ঘ পথ পাড়ি দেন। তাদের গায়ে ছিল সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি।

অনিয়া ও রিভার সঙ্গে সূর্যবংশীর তোলা ছবি রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এর ক্যাপশন ছিল- ‘প্রমাণ হয়ে গেল কেন আমাদের ভক্তরাই সেরা। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে এসেছে। বেগুনি জার্সি পরেছে। বৈভব ও ভারতীয় দলের জন্য উল্লাস করেছে। অনিয়া ও রিভার বয়স বৈভবের সমান। মনে রাখার মতো একটি দিন ছিল।’

গ্লোবাল সুপার লিগে সাকিব ও রংপুর রাইডার্সের ম্যাচ কবে, কখন
দুই ভক্তের সামনে সেদিন অবশ্য সেরাটা দিতে পারেননি সূর্যবংশী। আউট হয়ে গেছেন ৪২ বলে ৩৩ রান করে। ম্যাচটিতে ভারত ৭ উইকেটে হেরে গেছে। তবে সেদিন হারলেও ৩–২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

সিরিজে সূর্যবংশীই ছিলেন সেরা পারফর্মার। ৫ ম্যাচের সিরিজে ১৭৪.০১ স্ট্রাইক রেটে, ৭১ গড়ে করেছেন ৩৫৫ রান। ছক্কা মেরেছেন ২৯টি; যা যুব ওয়ানডের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রেকর্ড ভেঙা সূর্যবংশীকে দেখতে দুই মেয়ের কাণ্ড

আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: বয়স মাত্র ১৪। এরই মধ্যে তারকা হয়ে উঠেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

ভারত অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরেও অনেক রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। অসাধারণ পারফর্ম করে আলোচনায় আসা কাউকে নিয়ে ভক্তরা পাগলামি করবে- এটাই তো স্বাভাবিক। সূর্যবংশীকে ঘিরেও ‘পাগলামি’র ঘটনা ঘটেছে সম্প্রতি। শুধু সূর্যবংশীর সঙ্গে দেখা করবেন বলে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গেছেন দুই মেয়ে সমর্থক।

সূর্যবংশী তখন ছিলেন ইংল্যান্ডের উস্টারে। গত সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডের আগে এই ঘটনা ঘটেছে। সূর্যবংশীর সঙ্গে দেখা করার জন্য দুই মেয়ে অনিয়া ও রিভা দীর্ঘ পথ পাড়ি দেন। তাদের গায়ে ছিল সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি।

অনিয়া ও রিভার সঙ্গে সূর্যবংশীর তোলা ছবি রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এর ক্যাপশন ছিল- ‘প্রমাণ হয়ে গেল কেন আমাদের ভক্তরাই সেরা। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে এসেছে। বেগুনি জার্সি পরেছে। বৈভব ও ভারতীয় দলের জন্য উল্লাস করেছে। অনিয়া ও রিভার বয়স বৈভবের সমান। মনে রাখার মতো একটি দিন ছিল।’

গ্লোবাল সুপার লিগে সাকিব ও রংপুর রাইডার্সের ম্যাচ কবে, কখন
দুই ভক্তের সামনে সেদিন অবশ্য সেরাটা দিতে পারেননি সূর্যবংশী। আউট হয়ে গেছেন ৪২ বলে ৩৩ রান করে। ম্যাচটিতে ভারত ৭ উইকেটে হেরে গেছে। তবে সেদিন হারলেও ৩–২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

সিরিজে সূর্যবংশীই ছিলেন সেরা পারফর্মার। ৫ ম্যাচের সিরিজে ১৭৪.০১ স্ট্রাইক রেটে, ৭১ গড়ে করেছেন ৩৫৫ রান। ছক্কা মেরেছেন ২৯টি; যা যুব ওয়ানডের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ।

আজকের প্রত্যাশা/কেএমএএ