ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

রেকর্ড গড়া জয়ে বিশ্ব মঞ্চে ফেরার অভিযান শুরু জিম্বাবুয়ের

  • আপডেট সময় : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বেই থমকে যায় জিম্বাবুয়ের অভিযান। এরপর আর কোনো সংস্করণেই বিশ্ব মঞ্চে খেলা হয়নি তাদের। সেখানে ফিরতে উতরাতে হবে বাছাই পর্বের চ্যালেঞ্জ। সেই পথে রেকর্ড গড়া জয়ে ক্রেইগ আরভিনদের শুরুটা হলো আশা জাগানিয়া। বছরের শেষে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আনুষ্ঠানিক নাম গ্লোবাল কোয়ালিফায়ার। এর একটি জিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। অন্যটি সোমবার শুরু হয়েছে জিম্বাবুয়েতে। সেখানে প্রথম দিন সিঙ্গাপুরকে ১১১ রানে হারিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় জয়। ২০০৮ সালে কানাডার বিপক্ষে ১০৯ রানের জয় ছিল জিম্বাবুয়ের আগের রেকর্ড।
এদিন ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে জার্সিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাছাইয়ের অন্য চারটি দল হংকং, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। তারা আছে ‘বি’ গ্রুপে। জিম্বাবুয়ে পর্ব থেকে আট দলের দুটি যাবে অস্ট্রেলিয়া আসরের প্রাথমিক পর্বে। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৬ রান করে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ২ উইকেটে ২০০। স্বাগতিকদের রেকর্ড গড়া রানে সবচেয়ে বড় অবদান সিকান্দার রাজার। ৪০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৭ রান করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ৩৫ বলে ৫৩ রান করেন শন উইলিয়ামস। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১২৫ রান করে সিঙ্গাপুর। সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন জানাক প্রকাশ। জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাটারা ৩ উইকেট নেন ১৪ রানে। ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন ২১ রানে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

রেকর্ড গড়া জয়ে বিশ্ব মঞ্চে ফেরার অভিযান শুরু জিম্বাবুয়ের

আপডেট সময় : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বেই থমকে যায় জিম্বাবুয়ের অভিযান। এরপর আর কোনো সংস্করণেই বিশ্ব মঞ্চে খেলা হয়নি তাদের। সেখানে ফিরতে উতরাতে হবে বাছাই পর্বের চ্যালেঞ্জ। সেই পথে রেকর্ড গড়া জয়ে ক্রেইগ আরভিনদের শুরুটা হলো আশা জাগানিয়া। বছরের শেষে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আনুষ্ঠানিক নাম গ্লোবাল কোয়ালিফায়ার। এর একটি জিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। অন্যটি সোমবার শুরু হয়েছে জিম্বাবুয়েতে। সেখানে প্রথম দিন সিঙ্গাপুরকে ১১১ রানে হারিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় জয়। ২০০৮ সালে কানাডার বিপক্ষে ১০৯ রানের জয় ছিল জিম্বাবুয়ের আগের রেকর্ড।
এদিন ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে জার্সিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাছাইয়ের অন্য চারটি দল হংকং, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। তারা আছে ‘বি’ গ্রুপে। জিম্বাবুয়ে পর্ব থেকে আট দলের দুটি যাবে অস্ট্রেলিয়া আসরের প্রাথমিক পর্বে। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৬ রান করে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ২ উইকেটে ২০০। স্বাগতিকদের রেকর্ড গড়া রানে সবচেয়ে বড় অবদান সিকান্দার রাজার। ৪০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৭ রান করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ৩৫ বলে ৫৩ রান করেন শন উইলিয়ামস। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১২৫ রান করে সিঙ্গাপুর। সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন জানাক প্রকাশ। জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাটারা ৩ উইকেট নেন ১৪ রানে। ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন ২১ রানে।