ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

রেকর্ড গড়লেন তানজিদ তামিম

  • আপডেট সময় : ০৯:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাই লড়েছেন এই টাইগার ওপেনার। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। তবে তার আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে রেকর্ড গড়ে হাজারতম রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার।

৯৬৭ রান নিয়ে ক্যারিবীয়ানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে চার মেরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। আউট হওয়ার আগে ৬২ বলে ৮৯ রান করেছেন এই ওপেনার।

হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তানজিদ তামিমের লেগেছে ৪২ ইনিংস। আগের রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের দখলে। টিটোয়েন্টিতে এক হাজার রান করতে ৪৫ ইনিংস ব্যাট করেছিলেন তিনি।

টি–টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান করা বাংলাদেশি ব্যাটারদের তালিকার তিনে আছেন তামিম ইকবাল। ৪৯ ইনিংস ব্যাট করেছেন সাবেক অধিনায়ক। চারে থাকা লিটন দাসের লেগেছে ৫১ ইনিংস। সমান ইনিংস ব্যাট করে এই সংস্করণে এক হাজার রানের দেখা পান সাকিব আল হাসান।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রেকর্ড গড়লেন তানজিদ তামিম

আপডেট সময় : ০৯:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাই লড়েছেন এই টাইগার ওপেনার। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। তবে তার আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে রেকর্ড গড়ে হাজারতম রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার।

৯৬৭ রান নিয়ে ক্যারিবীয়ানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে চার মেরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। আউট হওয়ার আগে ৬২ বলে ৮৯ রান করেছেন এই ওপেনার।

হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তানজিদ তামিমের লেগেছে ৪২ ইনিংস। আগের রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের দখলে। টিটোয়েন্টিতে এক হাজার রান করতে ৪৫ ইনিংস ব্যাট করেছিলেন তিনি।

টি–টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান করা বাংলাদেশি ব্যাটারদের তালিকার তিনে আছেন তামিম ইকবাল। ৪৯ ইনিংস ব্যাট করেছেন সাবেক অধিনায়ক। চারে থাকা লিটন দাসের লেগেছে ৫১ ইনিংস। সমান ইনিংস ব্যাট করে এই সংস্করণে এক হাজার রানের দেখা পান সাকিব আল হাসান।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫