মহিউদ্দিন বিন জুবায়েদ : বাংলাদেশ তো—অপরূপ দেশ রূপের বন্যা হায়..
ষড়ঋতু মাসে মাসে ওই তো—ডেকে যায়।
বৈশাখ জৈষ্ঠ্য আম আর জামে ফলের যেন দ্বীপ..
বুনোঘাসের ফুল বালিকার কপালে ঠিক- টিপ।
জোনাকির আলো রাতের প্রদীপ ঝিঁঝির ঝিনিকঝিন..
বেমালুম হায়— ভুলা যায় না এদেশ চিরদিন ।
ধানের ক্ষেতে সবুজাভ রঙ এদেশেই ঠিক হয়..
রাতের আকাশ চাঁদ তারাতে ভরে আলোময়।
মায়াবী চোখ ফুল ফসলের রূপে মুগ্ধ তাই..
এমন দেশই সোনারবাংলা যার তুলনা নাই।