ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

রূপগঞ্জে মন্দির পাহারায় শিক্ষার্থী ও বিএনপির কর্মীরা

  • আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকার সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার আরিয়াব দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে মন্দির কমিটির লোকদের মন্দিরে হামলা প্রতিরোধের আশ্বাস দিচ্ছেন। তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে দুষ্কৃতকারীরা পাঁয়তারা করছে। তাই রূপগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা পাহারার উদ্যোগ নিয়েছেন। যত দিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে, মন্দির ভাঙচুর প্রতিরোধে এভাবে পাহারায় থাকরবন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব ভূঁইয়া বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সব সময় শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে তুলতে চাই, তারই অংশ আজকের এই পাহারা।’ তারাবো পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, ‘আমরা চাই দেশের এই ক্লান্তিলগ্নে কেউ যেন সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। সেজন্য শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীরা সব সময় পাহারায় থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক শামীম সাউদ, সহ-সভাপতি আবুল সাউদ, আলমগীর মীর, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোখলেস সাউদ, মকবুল হোসেন, শিক্ষার্থী হাসান ভূঁইয়া, নীরব মিল্কি, আরিয়ান প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে মন্দির পাহারায় শিক্ষার্থী ও বিএনপির কর্মীরা

আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকার সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার আরিয়াব দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে মন্দির কমিটির লোকদের মন্দিরে হামলা প্রতিরোধের আশ্বাস দিচ্ছেন। তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে দুষ্কৃতকারীরা পাঁয়তারা করছে। তাই রূপগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা পাহারার উদ্যোগ নিয়েছেন। যত দিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে, মন্দির ভাঙচুর প্রতিরোধে এভাবে পাহারায় থাকরবন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব ভূঁইয়া বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সব সময় শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে তুলতে চাই, তারই অংশ আজকের এই পাহারা।’ তারাবো পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, ‘আমরা চাই দেশের এই ক্লান্তিলগ্নে কেউ যেন সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। সেজন্য শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীরা সব সময় পাহারায় থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক শামীম সাউদ, সহ-সভাপতি আবুল সাউদ, আলমগীর মীর, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোখলেস সাউদ, মকবুল হোসেন, শিক্ষার্থী হাসান ভূঁইয়া, নীরব মিল্কি, আরিয়ান প্রমুখ।