ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

রুশ হামলায় ইউক্রেইনের অভিনেত্রী ও ব্যালে শিল্পীর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : রুশ হামলায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের মৃতের তালিকায় এবার যোগ হলো জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেৎস এবং বিখ্যাত ব্যালে শিল্পী আর্টেম দাতসেশেনের নাম।
দেশটির রাজধানী কিইভে রুশ বাহিনীর রকেট হামলা ও গোলার আঘাতে অল্প সময়ের ব্যবধানে দুই শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছে সিএসএন ও বিবিসি।
কিইভে একটি আবাসিক ভবনে রুশ রকেট হামলায় প্রাণ হারান দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেৎস, তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সিএনএন জানিয়েছে, গুণী এই অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ তাদের ফেইসবুক পেইজে তার মৃত্যুতে ‘অপূরণীয় শোক’ প্রকাশ করেছে।
‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার দিন বৃহস্পতিবার কিইভে একটি আবাসিক ভবনে ছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে এই ইউক্রেনীয় অভিনেত্রী মারা যান।
“অভিনেত্রীর উজ্জ্বল উপস্থিতি আমাদের স্মৃতিকে গাঁথা থাকবে, আমাদের মাতৃভূমিতে পা রাখা শত্রুকে কখনও ক্ষমা করব না,” বিবৃতিতে বলা হয়।
এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পত্রিকা কিউভ পোস্টও।
১৯৫৫ সালে জন্ম নেওয়া এই শিল্পী কয়েক দশক ধরে ইউক্রেইনের মঞ্চ ও পর্দা কাঁপিয়ে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিলেন। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেইনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।
এর আগে মাতৃভূমি রক্ষার যুদ্ধে গিয়ে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ইউক্রেইনের অভিনেতা পাশা লি।
এদিকে সপ্তাহ তিন আগে কিইভে রাশিয়ান বাহিনীর ছোড়া গোলায় আহত হয়েছিলেন ব্যালে শিল্পী আর্তেম দাৎসেশেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার ৪৩ বছরের এই তারকার মৃত্যু হয়।
ইউক্রেনের ন্যাশনাল অপেরার প্রধান মঞ্চ পরিচালক আনাতোলি সোলোভিয়ানেনকো শোক বার্তায় তাকে একজন মহান শিল্পী হিসেবে অ্যাখায়িত করেছেন। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন অনেকেই।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। যুদ্ধবিরতি ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখনও সমঝোতায় আসতে পারেনি কেউ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে প্রায় ৬০০ বেসামরিক লোক নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রুশ হামলায় ইউক্রেইনের অভিনেত্রী ও ব্যালে শিল্পীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : রুশ হামলায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের মৃতের তালিকায় এবার যোগ হলো জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেৎস এবং বিখ্যাত ব্যালে শিল্পী আর্টেম দাতসেশেনের নাম।
দেশটির রাজধানী কিইভে রুশ বাহিনীর রকেট হামলা ও গোলার আঘাতে অল্প সময়ের ব্যবধানে দুই শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছে সিএসএন ও বিবিসি।
কিইভে একটি আবাসিক ভবনে রুশ রকেট হামলায় প্রাণ হারান দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেৎস, তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সিএনএন জানিয়েছে, গুণী এই অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ তাদের ফেইসবুক পেইজে তার মৃত্যুতে ‘অপূরণীয় শোক’ প্রকাশ করেছে।
‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার দিন বৃহস্পতিবার কিইভে একটি আবাসিক ভবনে ছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে এই ইউক্রেনীয় অভিনেত্রী মারা যান।
“অভিনেত্রীর উজ্জ্বল উপস্থিতি আমাদের স্মৃতিকে গাঁথা থাকবে, আমাদের মাতৃভূমিতে পা রাখা শত্রুকে কখনও ক্ষমা করব না,” বিবৃতিতে বলা হয়।
এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পত্রিকা কিউভ পোস্টও।
১৯৫৫ সালে জন্ম নেওয়া এই শিল্পী কয়েক দশক ধরে ইউক্রেইনের মঞ্চ ও পর্দা কাঁপিয়ে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিলেন। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেইনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।
এর আগে মাতৃভূমি রক্ষার যুদ্ধে গিয়ে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ইউক্রেইনের অভিনেতা পাশা লি।
এদিকে সপ্তাহ তিন আগে কিইভে রাশিয়ান বাহিনীর ছোড়া গোলায় আহত হয়েছিলেন ব্যালে শিল্পী আর্তেম দাৎসেশেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার ৪৩ বছরের এই তারকার মৃত্যু হয়।
ইউক্রেনের ন্যাশনাল অপেরার প্রধান মঞ্চ পরিচালক আনাতোলি সোলোভিয়ানেনকো শোক বার্তায় তাকে একজন মহান শিল্পী হিসেবে অ্যাখায়িত করেছেন। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন অনেকেই।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। যুদ্ধবিরতি ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখনও সমঝোতায় আসতে পারেনি কেউ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে প্রায় ৬০০ বেসামরিক লোক নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।