ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আহত ২

  • আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে আহত হয়েছেন অন্তত দুইজন। গতকাল বুধবার (১৯ জুন) এই হামলায় চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার স্থানে জরুরী পরিষেবা মোতায়েন করা হয়েছে। এছাড়া, লভিভের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া বৈদ্যুতিক সরঞ্জামগুলোও মেরামতের কাজ চলছে। টেলিগ্রামে লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে হামলার সময় পাঁচটি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। টেলিগ্রামে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি লিখেছেন, লভিভ জেলা শহরের মালেখিভ গ্রামে ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবন এবং অন্যান্য আবাসিক ভবনের বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের ছয়টি অঞ্চলে রাশিয়ার ছোড়া ২১টি ড্রোনের মধ্যে ১৯টিই ধ্বংস করেছে তারা। তবে তাদের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই যুদ্ধে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেছিল রাশিয়া। লভিভ শহর লভিভ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।

 

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আহত ২

আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

বিদেশের খবর ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে আহত হয়েছেন অন্তত দুইজন। গতকাল বুধবার (১৯ জুন) এই হামলায় চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার স্থানে জরুরী পরিষেবা মোতায়েন করা হয়েছে। এছাড়া, লভিভের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া বৈদ্যুতিক সরঞ্জামগুলোও মেরামতের কাজ চলছে। টেলিগ্রামে লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে হামলার সময় পাঁচটি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। টেলিগ্রামে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি লিখেছেন, লভিভ জেলা শহরের মালেখিভ গ্রামে ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবন এবং অন্যান্য আবাসিক ভবনের বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের ছয়টি অঞ্চলে রাশিয়ার ছোড়া ২১টি ড্রোনের মধ্যে ১৯টিই ধ্বংস করেছে তারা। তবে তাদের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই যুদ্ধে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেছিল রাশিয়া। লভিভ শহর লভিভ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।