ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, আবার সংগঠিত হচ্ছে: ন্যাটো

  • আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় সংগঠিত হচ্ছে বলে দাবি করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। গতকাল বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই দাবি করেছেন। কিয়েভের আশেপাশে সামরিক অভিযানের তীব্রতা কমানোর ঘোষণার পর তিনি একথা বললেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ন্যাটো মহাসচিব জানান, তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় রাশিয়া সরল বিশ্বাসে আলোচনা করছে বলে এখনও মনে করে না জোট। কারণ ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি। স্টোলটেনবার্গ বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় অবস্থান নিচ্ছে। রাশিয়া নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, রুশ সেনারা একই সঙ্গে কিয়েভ ও অন্যান্য শহরে চাপ বজায় রেখেছে। তাই আক্রমণ অব্যাহত থাকবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা রয়েছে। মস্কো জানিয়েছে, তারা ডনবাস অঞ্চলকে ‘মুক্ত’ করতে মনোযোগ দিচ্ছে। ২০১৪ সাল থেকে এই অঞ্চলের দুটি প্রদেশ আংশিকভাবে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, আবার সংগঠিত হচ্ছে: ন্যাটো

আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় সংগঠিত হচ্ছে বলে দাবি করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। গতকাল বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই দাবি করেছেন। কিয়েভের আশেপাশে সামরিক অভিযানের তীব্রতা কমানোর ঘোষণার পর তিনি একথা বললেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ন্যাটো মহাসচিব জানান, তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় রাশিয়া সরল বিশ্বাসে আলোচনা করছে বলে এখনও মনে করে না জোট। কারণ ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি। স্টোলটেনবার্গ বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় অবস্থান নিচ্ছে। রাশিয়া নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, রুশ সেনারা একই সঙ্গে কিয়েভ ও অন্যান্য শহরে চাপ বজায় রেখেছে। তাই আক্রমণ অব্যাহত থাকবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা রয়েছে। মস্কো জানিয়েছে, তারা ডনবাস অঞ্চলকে ‘মুক্ত’ করতে মনোযোগ দিচ্ছে। ২০১৪ সাল থেকে এই অঞ্চলের দুটি প্রদেশ আংশিকভাবে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।