ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

রুশ তেলে নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই: জার্মান অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিনের মধ্যেই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে ইউরোপীয় ইউনিয়ন। গত সোমবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। রবার্ট হ্যাবেক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আরও অগ্রগতি হবে। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অবশ্য সহসাই ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান জার্মান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম রফতানি করেও অধিক পরিমাণে উপার্জনের সুযোগ রয়েছে।
বিশ্বব্যাপী তেলের দাম সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিবেচনাধীন রয়েছে বলেও জানান রবার্ট হ্যাবেক। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ এবং আমদানিকৃত তেলের ২৭ শতাংশ সরবরাহ করে রাশিয়া। এজন্য দেশটিকে বছরে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো পরিশোধ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার উপায় খুঁজতে শুরে করে ইউরোপের দেশগুলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রুশ তেলে নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই: জার্মান অর্থমন্ত্রী

আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিনের মধ্যেই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে ইউরোপীয় ইউনিয়ন। গত সোমবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। রবার্ট হ্যাবেক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আরও অগ্রগতি হবে। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অবশ্য সহসাই ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান জার্মান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম রফতানি করেও অধিক পরিমাণে উপার্জনের সুযোগ রয়েছে।
বিশ্বব্যাপী তেলের দাম সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিবেচনাধীন রয়েছে বলেও জানান রবার্ট হ্যাবেক। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ এবং আমদানিকৃত তেলের ২৭ শতাংশ সরবরাহ করে রাশিয়া। এজন্য দেশটিকে বছরে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো পরিশোধ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার উপায় খুঁজতে শুরে করে ইউরোপের দেশগুলো।