ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রসঙ্গ: ইউক্রেন যুদ্ধের অবসান

রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে রুবিও

  • আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প প্রশাসন ও ক্রেমলিনের মধ্যে যোগাযোগ স্থাপনে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিয়াদ। তাদের সহযোগিতায় গত সপ্তাহে এক দফা বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে।

এছাড়া পৃথকভাবে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যুক্ত আছে রিয়াদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আইনপ্রণেতা এবং অন্য এক ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবার ফোনে আলাপ করেছেন রুবিও। সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে যোগ দিতে যাওয়া কর্মকর্তাদের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম কোম্মেরসান্ট জানিয়েছে, রিয়াদে মঙ্গলবার ওই বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। গত কয়েক বছরের মধ্যে রুশ ও মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মঞ্চ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। রবিবার রুবিও বলেছেন, সামনের দিনগুলোতেই নিশ্চিত হওয়া যাবে যে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিন কতটুকু অঙ্গীকারবদ্ধ।

এদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। রবিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে তিনি জানিয়েছেন, সৌদি ও তুরস্কের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা আছে, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে রুশ বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আমন্ত্রণ পেয়েছেন কিনা, সেটা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রসঙ্গ: ইউক্রেন যুদ্ধের অবসান

রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে রুবিও

আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প প্রশাসন ও ক্রেমলিনের মধ্যে যোগাযোগ স্থাপনে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিয়াদ। তাদের সহযোগিতায় গত সপ্তাহে এক দফা বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে।

এছাড়া পৃথকভাবে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যুক্ত আছে রিয়াদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আইনপ্রণেতা এবং অন্য এক ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবার ফোনে আলাপ করেছেন রুবিও। সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে যোগ দিতে যাওয়া কর্মকর্তাদের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম কোম্মেরসান্ট জানিয়েছে, রিয়াদে মঙ্গলবার ওই বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। গত কয়েক বছরের মধ্যে রুশ ও মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মঞ্চ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। রবিবার রুবিও বলেছেন, সামনের দিনগুলোতেই নিশ্চিত হওয়া যাবে যে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিন কতটুকু অঙ্গীকারবদ্ধ।

এদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। রবিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে তিনি জানিয়েছেন, সৌদি ও তুরস্কের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা আছে, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে রুশ বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আমন্ত্রণ পেয়েছেন কিনা, সেটা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।