পার্সটুডে : রাশিয়ার সাথে ইউক্রেনের চার অঞ্চলের অন্তর্ভুক্তিকরণের চুক্তিকে অনুমোদন দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার চুক্তিতে সই করেন।
রাশিয়ার সাংবিধানিক আদালত দেশটির সংবিধানের আলোকেই এই চুক্তিকে অনুমোদন দেয় যার ফলে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের সামনে রাশিয়ার অংশ হতে আইনগত কোন বাধা থাকলো না।
আদালত বলেছে, এই চার অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি ছিল তার সবই এখন রাশিয়ার সঙ্গে একীভূত হবে এবং চার অঞ্চলের সংযুক্তিকরণের জন্য অন্তর্র্বতীকালীন সময় থাকবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত।
এরইমধ্যে দুইজন সিনিয়র আইনপ্রণেতাকে সংসদে নিজের প্রতিনিধি নিয়োগ করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং তারা দুজন ইউক্রেনের ওই চার অঞ্চল সংযুক্তিকরণের বিষয়ে পুতিনের পক্ষ থেকে জাতীয় সংসদে বক্তব্য রাখবেন।
পুতিনের একজন প্রতিনিধির বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, শপথ গ্রহণের পর ইউক্রেনের ওই চার অঞ্চলের লোকজন রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করবেন এবং তাদের মুদ্রা হবে রাশিয়ার মুদ্রা রুবল। তবে চলতি বছর শেষ পর্যন্ত তারা ইউক্রেনের মুদ্রা ব্যবহার করতে পারবেন।
ইউক্রেনের ৪ অঞ্চল অন্তর্ভুক্তির চুক্তি দুমায়
ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখ-ের সঙ্গে যুক্তকরণ বিষয়ক চুক্তিকে জাতীয় সংসদের অনুমোদনের জন্য দুমায় পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নি¤œ কক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ করবে।
রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, পুতিন চুক্তিটি দুমায় উত্থাপন করেন। এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে।
গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিগ্রিতে সই করেন। এর আগে এসব অঞ্চলে গণভোট হয়। তবে ইউক্রেন এবং তার পশ্চিমারা এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। কারণ রাশিয়া জোরপূর্বক এ সমস্ত অঞ্চলকে দখল করেছে।
এ ছাড়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নয় সদস্য দেশ বলেছে, তারা এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এবং কখনো দেবেও না।
রুশ আদালতে ইউক্রেনের ৪ অঞ্চল অন্তর্ভুক্তিকরণ চুক্তির অনুমোদন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ