আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি যে, আমরা রুশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম।’ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের কিছু এলাকা থেকে রুশ বাহিনীর পিছু হটার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের সাফল্য দেখিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষে রুশ বাহিনীকে পরাজিত করা সম্ভব। তবে মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র দরকার। সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিমিত্রো কুলেবা বলেন, ‘আবারও বলছি, আমরা যত বেশি অস্ত্র পাবো, তত দ্রুত আমরা জয়ী হবো এবং দ্রুত এই যুদ্ধ শেষ হবে।’
জার্মানি ইতোমধ্যেই ইউক্রেনে স্বচালিত হাউইটজার পাঠিয়েছে। তবে দেশটির কাছ থেকে অত্যাধুনিক বিভিন্ন সামরিক যান সংগ্রহে আগ্রহী কিয়েভ। সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের যুদ্ধে আগামী কয়েকটি সপ্তাহ ও মাস গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন তিনি।
রুশদের আমরা পরাজিত করতে পারি, দেখিয়ে দিয়েছি’
ট্যাগস :
রুশদের আমরা পরাজিত করতে পারি
জনপ্রিয় সংবাদ