ক্রীড়া ডেস্ক: লা লিগায় শীর্ষ দুই দলের লড়াইয়ে নামার আগে দাপুটে এক জয় পেল আতলেতিকো মাদ্রিদ। গেতাফেকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল দিয়েগো সিমেওনের দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৫-০ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। জোড়া গোল করেছেন জুলিয়ানো সিমেওনে। একবার করে জালে বল পাঠিয়েছেন আনহেল কোররেয়া, সামু লিনো ও আলেকসান্দার সরলথ।
১৭ মিনিটের মধ্েয জোড়া গোল করে আতলেতিকোকে চালকের আসনে বসান আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ানো। এরপর আর পেছনে তাকাতে হয়নি দিয়েগো সিমেওনের দলকে। ৪৯তম মিনিটে জালে বল পাঠিয়ে হ্যাট্রটিকের আনন্দে মেতেছিলেন কোচ দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো।
কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। বিপুল করতালির মধ্যে ৬১তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে তেলেপোর্তেকে জুলিয়ানো বলেন, গেতাফের বিপক্ষে এই লড়াই খুব কঠিন ছিল। “আজ আমি ভীষণ খুশি, এটা ছিল পাগলাটে। আমি দলকে ধন্যবাদ জানাতে চাই কারণ, এটা দারুণ প্রচেষ্টা ছিল। গোলের জন্য আমি খুশি, সে সব জিনিস নিয়ে চিন্তা করি যেগুলোতে দিন দিন উন্নতি করতে পারি।
আমার এখনও অনেক ত্রুটি রয়ে গেছে, বেড়ে ওঠা ধরে রাখতে যেগুলোতে উন্নতি করতে চাই।” “ একটি কঠিন ম্যাচ ছিল। তাই আমাদের বিশ্রামের প্রয়োজন। এরপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে শনিবার সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামতে হবে।” সেদিন লা লিগার হাইভোল্টেজ ম্যাচে শিরোপাধারী রেয়ালের মুখোমুখি হবে আতলেতিকো। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল।