ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

‘রিয়াল-টাইম লোকেশন’ শেয়ারের ফিচার স্ন্যাপচ্যাটে

  • আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ‘রিয়াল-টাইম লোকেশন’ শেয়ারের নতুন ফিচারের ঘোষণা দিয়েছে স্ন্যাপচ্যাট। ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধুদের সঙ্গে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।
ক্রমশ মহামারী উত্তর জীবনে ফিরছেন লোকজন। এমন পরিস্থিতিতে নতুন সুবিধাটিকে বিবেচনা করা হচ্ছে ‘সেইফটি ফিচার’ হিসেবে। সিএনএন বলছে, অ্যাপলের ‘ফাইন্ড মাই অ্যাপ’-এর সঙ্গে বেশ মিল রয়েছে স্ন্যাপচ্যাটের নতুন ফিচারটির। এটি ব্যবহার করে বন্ধুর সঙ্গে ১৫ মিনিট, এক ঘণ্টা বা সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত নিজের লোকেশন শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।
নতুন ফিচারটি নির্মাণে স্ন্যাপচ্যাট ‘ইট’স অন আস’ নামের একটি অলাভজনক সংগঠনের সঙ্গে জোট বেঁধেছিল বলে জানিয়েছে সিএনএন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যৌন নিপীড়ন মোকাবেলার লক্ষ্য নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল সংগঠনটির।
২০১৭ সাল থেকেই ‘স্ন্যাপ ম্যাপ’ ফিচারটির অধীনে লোকেশন শেয়ারের সুবিধা দিয়ে আসছে স্ন্যাপচ্যাট। তবে, ব্যবহারকারীর অ্যাপ খোলা থাকলে কেবল তবেই লোকেশন ডেটা আপডেট হতে থাকে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতি মাসে ২৫ কোটি মানুষ ফিচারটি ব্যবহার করছেন।
‘স্ন্যাপ ম্যাপ’-এর মতো নতুন ফিচারটিও ‘বাই ডিফল্ট’ বন্ধ থাকবে। ফিচারটি “এক মুহুর্তেই” চালু করা গেলেও কাজ করবে কেবল নির্দিষ্ট কিছু বন্ধুর সঙ্গে। ‘স্টকিং’ বা কারো অনাকাঙ্খিত নজরদারি এড়ানোর জন্যই নতুন ফিচার ব্যবহারের ক্ষেত্রে সময় এবং কার সঙ্গে ইনস্ট্যান্ট লোকেশন শেয়ার করা হবে, সে বিষয়ে সীমাবদ্ধতা রেখেছে স্ন্যাপচ্যাট।
গেল বছরের মে মাসে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছিল স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির নিজস্ব জরিপ বলছে, ‘স্ন্যাপ ম্যাপ’-এ নিজেদের লোকেশন ডেটা শেয়ার করতে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে ৭৮ শতাংশের। বেশিরভাগ ব্যবহারকারী ফিচারটিকে অন্যদের সঙ্গে নিরাপদে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারটি চালু করতে ব্যবহারকারীকে বন্ধুর প্রোফাইলে গিয়ে নতুন একটি অপশনে ট্যাপ করে লাইভ শেয়ারিং চালু করে নিতে হবে। অ্যাপের একটি ফিচার এ সময় ব্যবহারকারীকে সতর্ক করে দেবে যে ফিচারটি কেবল বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গেই ব্যবহার করা উচিত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘রিয়াল-টাইম লোকেশন’ শেয়ারের ফিচার স্ন্যাপচ্যাটে

আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক : ‘রিয়াল-টাইম লোকেশন’ শেয়ারের নতুন ফিচারের ঘোষণা দিয়েছে স্ন্যাপচ্যাট। ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধুদের সঙ্গে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।
ক্রমশ মহামারী উত্তর জীবনে ফিরছেন লোকজন। এমন পরিস্থিতিতে নতুন সুবিধাটিকে বিবেচনা করা হচ্ছে ‘সেইফটি ফিচার’ হিসেবে। সিএনএন বলছে, অ্যাপলের ‘ফাইন্ড মাই অ্যাপ’-এর সঙ্গে বেশ মিল রয়েছে স্ন্যাপচ্যাটের নতুন ফিচারটির। এটি ব্যবহার করে বন্ধুর সঙ্গে ১৫ মিনিট, এক ঘণ্টা বা সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত নিজের লোকেশন শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।
নতুন ফিচারটি নির্মাণে স্ন্যাপচ্যাট ‘ইট’স অন আস’ নামের একটি অলাভজনক সংগঠনের সঙ্গে জোট বেঁধেছিল বলে জানিয়েছে সিএনএন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যৌন নিপীড়ন মোকাবেলার লক্ষ্য নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল সংগঠনটির।
২০১৭ সাল থেকেই ‘স্ন্যাপ ম্যাপ’ ফিচারটির অধীনে লোকেশন শেয়ারের সুবিধা দিয়ে আসছে স্ন্যাপচ্যাট। তবে, ব্যবহারকারীর অ্যাপ খোলা থাকলে কেবল তবেই লোকেশন ডেটা আপডেট হতে থাকে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতি মাসে ২৫ কোটি মানুষ ফিচারটি ব্যবহার করছেন।
‘স্ন্যাপ ম্যাপ’-এর মতো নতুন ফিচারটিও ‘বাই ডিফল্ট’ বন্ধ থাকবে। ফিচারটি “এক মুহুর্তেই” চালু করা গেলেও কাজ করবে কেবল নির্দিষ্ট কিছু বন্ধুর সঙ্গে। ‘স্টকিং’ বা কারো অনাকাঙ্খিত নজরদারি এড়ানোর জন্যই নতুন ফিচার ব্যবহারের ক্ষেত্রে সময় এবং কার সঙ্গে ইনস্ট্যান্ট লোকেশন শেয়ার করা হবে, সে বিষয়ে সীমাবদ্ধতা রেখেছে স্ন্যাপচ্যাট।
গেল বছরের মে মাসে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছিল স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির নিজস্ব জরিপ বলছে, ‘স্ন্যাপ ম্যাপ’-এ নিজেদের লোকেশন ডেটা শেয়ার করতে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে ৭৮ শতাংশের। বেশিরভাগ ব্যবহারকারী ফিচারটিকে অন্যদের সঙ্গে নিরাপদে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারটি চালু করতে ব্যবহারকারীকে বন্ধুর প্রোফাইলে গিয়ে নতুন একটি অপশনে ট্যাপ করে লাইভ শেয়ারিং চালু করে নিতে হবে। অ্যাপের একটি ফিচার এ সময় ব্যবহারকারীকে সতর্ক করে দেবে যে ফিচারটি কেবল বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গেই ব্যবহার করা উচিত।