ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রিয়ালে ১৫ বছর কাটানো মার্সেলো এখন অলিম্পিয়াকোসের

  • আপডেট সময় : ০১:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সাফল্যে রাঙা রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ খুঁজছিলেন মার্সেলো। পেয়েও গেলেন। গ্রিক ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্সেলো। ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাককে দলে টানার কথা শনিবার নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে অলিম্পিয়াকোস। রিয়ালের ইতিহাসের গ্রেট খেলোয়াড়দের একজন মার্সেলো, সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। ২০০৭ সালে ১৯ বছর বয়সে সেখানে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন তিনি। সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মৌসুমে নিজের ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান মার্সেলো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই তিনি বলে দেন, তার রিয়াল অধ্যায় শেষ। এরপর গত ১৩ জুন অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ক্লাবটিকে। অলিম্পিয়াকোসের বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংমাধ্যমের খবর, এক বছরের চুক্তি করেছেন মার্সেলো। পরে আরেক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে। গ্রিক সুপার লিগের নতুন আসরে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে অলিম্পিয়াকোস। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। আর ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে ব্রাজিলের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

রিয়ালে ১৫ বছর কাটানো মার্সেলো এখন অলিম্পিয়াকোসের

আপডেট সময় : ০১:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : সাফল্যে রাঙা রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ খুঁজছিলেন মার্সেলো। পেয়েও গেলেন। গ্রিক ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্সেলো। ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাককে দলে টানার কথা শনিবার নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে অলিম্পিয়াকোস। রিয়ালের ইতিহাসের গ্রেট খেলোয়াড়দের একজন মার্সেলো, সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। ২০০৭ সালে ১৯ বছর বয়সে সেখানে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন তিনি। সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মৌসুমে নিজের ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান মার্সেলো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই তিনি বলে দেন, তার রিয়াল অধ্যায় শেষ। এরপর গত ১৩ জুন অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ক্লাবটিকে। অলিম্পিয়াকোসের বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংমাধ্যমের খবর, এক বছরের চুক্তি করেছেন মার্সেলো। পরে আরেক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে। গ্রিক সুপার লিগের নতুন আসরে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে অলিম্পিয়াকোস। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। আর ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে ব্রাজিলের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন তিনি।