ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ইতালিয়ান ম্যানেজারকে আগামী মৌসুমে লস ব্ল্যাঙ্কসদের ডাগআউটে দেখার সম্ভাবনা খুবি ক্ষীণ। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুজন। লিভারপুলকে পুনর্জন্ম দেওয়া ইউর্গেন ক্লপ এবং রিয়ালের সাবেক মিডফিল্ডার ও বর্তমান বেয়ার লেভারকুসেনের ম্যানেজার জাভি আলোনসো। রিয়াল এখনও আছে লা লিগার শিরোপার দৌড়ে। তাই তারা কারও নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি। এদিকে আলোনসোকে এই ব্যাপারে প্রশ্ন করলে বলেন, তিনিও বাকিদের মতো অপেক্ষায় রিয়ালের পরবর্তী কোচ কে হবেন তা জানার জন্য!
এই স্প্যানিশ কোচ শুক্রবার (২ মে) আরও জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুই নতুন জানেন না।
আলোনসোর নাম তার সাবেক ক্লাব রিয়ালের জড়ালেও তিনি বেশ পরিমিত ভাষায় বলেন, “আমি অন্যান্য ক্লাবে (রিয়াল) কী হচ্ছে তা সম্মান করি। এটা এমন একটি বিষয় নয় যা নিয়ে আমাকে কথা বলতে হবে। আমি জানি, তারা এখনো চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে, আমরাও আমাদের লক্ষ্য নিয়ে এগোচ্ছি। মৌসুম শেষ হয়নি, আমাদের অপেক্ষা করতে হবে।” আলোনসো ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলেছিলেন। ৬৫ বছর বয়সী আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের চুক্তি আরও এক মৌসুম আছে, তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাকে কোচ হিসেবে চায়, কারণ এখন পর্যন্ত রিয়ালের মৌসুম আশানুরূপ যাচ্ছে না। আনচেলত্তি ও মাদ্রিদের মধ্যে বিদায় নেওয়ার পদ্ধতি ও সময় নিয়ে মতের অমিল আছে, যা পরিষ্কার না হলে তিনি ব্রাজিলের চাকরি নিতে পারবেন না।
এদিকে আলোনসো ২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেন যখন দলটি বুন্দেসলিগার অবনমন অঞ্চলে ছিল, তিনি পরবর্তীতে জার্মান লিগ ও কাপ ডাবল জেতান দলকে। কেউ এখনো পর্যন্ত অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করতে পারেনি; যা আলোনসো করে দেখিয়েছেন। তবে এবার লেভারকুসেনের পারফরম্যান্সে কিছুটা পড়তির দিকে। তারা জার্মান কাপ সেমিফাইনালে তৃতীয় বিভাগের আরমিনিয়া বিলেফেল্ডের বিপক্ষে হারে। শনিবার লাইপজিগের বিপক্ষে জিতলেই বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা জিতে নেবে।
এই অবস্থায় লেভারকুসেনের সিইও ফার্নান্দো কারো ও স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস চান আলোনসো তার বর্তমান চুক্তি অনুযায়ী, আগামী মৌসুম পর্যন্ত জার্মান ক্লাবটির দায়িত্ব পালন করুক। তবে সম্ভাব্য বিকল্প হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক কোচ এরিক টেন হাগের নাম উঠে এসেছে। আলোনসো তার সম্ভাব্য উত্তরসূরি বিষয়ে বলেন, “আমরা এখনো এ বিষয়ে আলোচনা করিনি। ফার্নান্দো আছেন, সকালে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে। আমরা সবাই জানি কী হচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা শান্ত আছি। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আমি জানি আপনারা প্রত্যেক সংবাদ সম্মেলনে কিছু নতুন আশা করেন, কিন্তু এটা আমার কাজ নয়। আমার কাজ হলো দলকে প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত রাখা।”